তামিলনাডুতে ১ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল, রোটেশন ভিত্তিতে চলবে ক্লাস

0
105

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আগামী ১ সেপ্টেম্বর থেকে তামিলনাডুতে খুলতে চলেছে স্কুল, কলেজ। করোনা সংক্রমণ অনেকটাই কমার ফলে শনিবার তামিলনাডু সরকার ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের স্কুল, কলেজ, পলিটেকনিক কলেজগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে আপাতত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে এবং সব পড়ুয়াকে নিয়ে নয়, ক্লাস হবে শিফট অনুযায়ী।

Tamil Nadu School
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৫ সেপ্টেম্বরের পর থেকে পরিস্থিতি পর্যালোচনার পর শুরু হতে পারে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ক্লাস। তবে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মী সকলেরই যাতে টিকার দুইটি ডোজ সম্পন্ন হয়ে থাকে তা সুনিশ্চিত করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। আগামী ২৩ অগাস্ট থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল চালু করা যাবে। সমুদ্র সৈকত, পার্ক, চিড়িয়াখানা, বোট হাউসগুলি খুলে যাচ্ছে সাধারণ মানুষের জন্য।

আরও পড়ুনঃ লক্ষ্মী ভান্ডারের পাল্টা অসম সরকারের ‘অরুণোদয়’ প্রকল্প

স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্রসৈকতের ছোট দোকানদারদের টিকাকরণের বিষয়টি নিশ্চিত করতে। সুইমিংপুলগুলিকেও ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে খোলার অনুমতি দেওয়া হয়েছে তবে, প্রশিক্ষক ও ১৮ বছরের ঊর্ধ্বে সাঁতারুদের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে। দোকানপাট রাত ৯ টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আরও পড়ুনঃ প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং

তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ১০০শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে আগামী ২৩ অগাস্ট থেকে। ১ সেপ্টেম্বর থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি মিড-ডে মিলের কাজ চালু করতে পারবে। বাচ্চাদের ক্রেশও পুনরায় চালু করা যাবে ১ সেপ্টেম্বর থেকে। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে কোভিড বিধি মেনে চলবে গণপরিবহনও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here