অমৃতা চন্দ, কোচবিহারঃ
বিজ্ঞান প্রযুক্তি সংসদের ব্যবস্থাপনায় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হলো তিনদিন ব্যাপী হাতে কলমে বিজ্ঞান শিক্ষার কর্মশালা। জেলার ২০ টি স্কুল এই কর্মশালায় অংশ নেয়। প্রতিটি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে ৪ জন ছাত্র-ছাত্রী ও একজন শিক্ষক এই কর্মশালায় অংশ নেয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজ্ঞান প্রযুক্তি সংসদের অন্যতম বৈজ্ঞানিক ডক্টর শর্মিষ্ঠা পাল। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন তপন হাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই কর্মশালায় অংক, রসায়ন, জীববিদ্যা ও পদার্থবিদ্যার উপর হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের উপর আগ্রহী করে তোলা ও বিজ্ঞান মনস্ক করে তোলা এই কর্মশালার মূল লক্ষ্য।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584