উচ্চশিক্ষায় শিক্ষিত হতে আমাদের সুযোগ দেওয়া হোক –সুতপা রায়
(লেখিকা মুর্শিদাবাদের স্নাতকস্তরের একজন ছাত্রী।মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয়ের দাবীতে তিনি কলম ধরেছেন। কারন তাঁরাই তো ভুক্তভোগী।)
নবাবী সময়ে বাংলা বিহার উড়িষ্যার এক সময়ের রাজধানী মুর্শিদাবাদ জেলা।তারপর ভাগীরথী নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। দেশের স্বাধীনতার বয়সও দেখতে দেখতে একাত্তর অতিক্রান্ত কিন্তু এ জেলার অধিবাসী হওয়ার কারনে উচ্চ শিক্ষার জন্য আজও আমাদের ছুটতে হয় অন্য জেলায়। কারন এ জেলায় একটিও বিশ্ববিদ্যালয় নাই। মুর্শিদাবাদবাসী একজন ছাত্রী হিসাবে এ বড় যন্ত্রনার।
শিল্পহীন কৃষিনির্ভর অর্থনীতির উপর এ জেলা নির্ভরশীল। দারিদ্র্যের কষাঘাতে দীর্ণ আমরা। উচ্চমাধ্যমিকের পর এমনিতেই অর্থনৈতিক কারনে অনেক ছাত্র ছাত্রী শিক্ষাঙ্গন থেকে নির্বাসিত হয়ে যায় তারমধ্যেও যারা শিক্ষা চালিয়ে যায় কিন্তু স্নাতক হবার পর অন্য জেলায় গিয়ে খরচ সাপেক্ষ লেখাপড়ার দায়ভার বহনে অক্ষমতার কারনে উচ্চশিক্ষায় ইতি টানতে বাধ্য হয়।
কিন্তু স্বাধীনত্তোর কালে এ জেলার তরুণ রাজা কৃষ্ণনাথ ভারতবর্ষে প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং সেই উদ্দেশ্যেই তাঁর মুর্শিদাবাদস্থিত সম্পত্তি দান করে গিয়েছিলেন কিন্তু তাঁর সে স্বপ্ন আজও অপূরিত।
বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এক বা একাধিক বিশ্ববিদ্যালয় পেয়েছে আর আমরা আজও শূন্য।আমরা জানি শিক্ষা আমাদের জন্মগত অধিকার ফলে সে অধিকার আমাদের দেওয়া হোক এই জেলাবাসী হিসাবে সকল ছাত্রছাত্রীর মতো আমারও কামনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584