উমার ফারুক,নিউজ ফ্রন্ট,চাঁচল,৩নভেম্বর:
মালদা জেলার চাঁচল-২ব্লকের প্রত্যন্ত গ্রামে অবস্থিত শুক্রবারি এ.কে হাই মাদ্রাসা।সেই মাদ্রাসার কমিউনিটি ম্যাপিং এবং দেয়াল পত্রিকা ‘শুক্রবারি দর্পন’ এর গতকাল উদ্বোধন করলেন চাঁচল মহকুমা শাসক দেবাশীষ চ্যাটার্জি।তিনি এই প্রয়াসকে স্বাগত জানিয়ে বলেন-শুক্রবারি দর্পন দেয়ালে সীমাবদ্ধ না রেখে পরবর্তীতে পুস্তক আকারে প্রকাশ করতে হবে, অন্তত বাৎসরিক পত্রিকা হিসেবে।
এই উপলক্ষে মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উদ্বোধনী সংগীত সমবেত ভাবে পরিবেশন করে শিরিন সুমাইয়া, মুসকান ও রুবিনুর। ‘শিক্ষিত মা ও মূর্খ মা’নাটক মঞ্চস্থ করে মাদ্রাসার ছাত্রছাত্রীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল-২ ব্লকের বিডিও সইপা লামা, ডিআই তাপস কুমার বিশ্বাস,মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরাঞ্চল শাখার ভারপ্রাপ্ত আধিকারিক আসিফ ইকবাল,পরিচালন সমিতির সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পৌরহিত্য করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.মুজাফফর আহমেদ।সমগ্র অনুষ্ঠান দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক শাজাহান আলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584