সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম নতুন মেট্রো পথের উদ্বোধন ১৩ ফেব্রুয়ারি

0
56

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

দফায় দফায় ট্রায়াল রানের পর অবশেষে ইস্ট-ওয়েস্ট মেট্রো সংযোগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে নতুন এই মেট্রো পথ।

metro railway | newsfront.co
প্রতীকী চিত্র

সংবাদ সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মোট ৫ কিমি পথে চলবে এই ট্রেন। তাতে রয়েছে মোট ৫টি স্টেশন। সেক্টর ফাইভ থেকে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল হয়ে ট্রেন পৌঁছবে সল্টলেক স্টেডিয়ামে।

গত বছর জুন মাস থেকে শুরু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো চালুর জল্পনা। নিয়মিত ট্রায়াল চললেও পরিষেবা চালু হয়নি। এরই মধ্যে মিলেছে যাবতীয় ছাড়পত্র।

আরও পড়ুনঃ দুধের স্বাদ ঘোলে মেটাতে ফুটবল ছেড়ে ধাপাসবল খেলার আয়োজন

কিন্তু বউবাজার কাণ্ডে প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায় গোটা প্রকল্প। শেষ পর্যন্ত সেই সব বাধা কাটিয়ে অবশেষে পথ চলা শুরু করছে ইস্ট-ওয়েস্ট মেট্রো।

কলকাতায় নতুন এই মেট্রো পথের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী পিযুষ গোয়েল এবং অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চলবে চিন থেকে আনা অত্যাধুনিক রেক। চিনা সেই রেকে রয়েছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রতিটি স্টেশনে রয়েছে স্ক্রিনডোর। যা ট্রেন এলে তবেই খুলবে। ফলে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে পড়ে যাওয়া বা ঝাঁপ দেওয়ার আশঙ্কা থাকবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here