নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পুনর্বিবেচনার জন্য আপাতত রাষ্ট্রদ্রোহিতা আইনের প্রয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই আইন ১৬২ বছর পর প্রথমবার স্থগিত রাখা হল। গত সোমবারই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, এই আইন পুনর্বিবেচনা করা হবে। তারপরেই সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চায়, পুনর্বিবেচনার পর্যায় শেষ না হওয়া পর্যন্ত এই আইনের প্রয়োগ স্থগিত রাখা হবে কিনা।
বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আপাতত রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ করা যাবে না। আদালত আরও জানিয়েছে যদি এই পর্যায়ে কারুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু হয়, তাহলে অভিযুক্তরা চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যেতে পারে। এবং রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হলে এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না। পাশাপাশি আগের মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতগুলিকে। ইতিমধ্যেই এই আইনের বলে যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁরা জামিনের জন্য আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।
আরও পড়ুনঃ দেউচা-পাঁচামির আদিবাসী আন্দোলনকারীদের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট
উল্লেখ্য, ব্রিটিশ শাসনকালে প্রণয়ন হওয়া এই রাষ্ট্রদ্রোহ আইনের বলেই স্বাধীনতা সংগ্রামীদের গ্রেপ্তার করা হত। কিন্তু বর্তমানে, স্বাধীন ও গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন কতটা বৈধ তা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয় এই আইনের বলে সরকার ক্ষমতার অপব্যবহার করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে শীর্ষ আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584