লকডাউনে বৈধ মদের দোকান বন্ধ থাকায় চোলাই-হাড়িয়া বিক্রি ব্যবসায়ীদের

0
250

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে চলছে লকডাউন। আর তার জেরেই বন্ধ রয়েছে সমস্থ দোকানপাট। এমনকি বন্ধ রয়েছে বৈধ মদের দোকানও। আর তার ফলেই মাথায় হাত পড়েছে সুরা প্রেমীদের। অপরদিকে সুরা প্রেমীদের কথা ভেবেই লকডাউনের মধ্যে ব্যবসায়ীরা দেদার বিকচ্ছে চোলাই এবং হাড়িয়া।

Police | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্যের জেলাগুলিতে দেশীয় মদের দোকান বন্ধ থাকার দরুন বাড়তে থাকে চোলাই মদ, হাড়িয়া ব্যবসায়ীদের তৎপরতা। পাশাপাশি লকডাউনে একঘেয়ে ঘরবন্দী জীবন কাটাতে নদীর পাড়েই বসছে হাড়িয়ার আসর। আর এই আসরে হাজির হওয়ার জন্য দিনরাত সব সময়তেই এলাকায় থাকছে বহিরাগতদের আনাগোনা।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে শহর স্যানিটাইজেশনের কাজে নামলেন ডালখোলার ব্যবসায়ীরা

পাশাপাশি কয়েকটি বাড়িতে অবৈধ ভাবে চোলাই মদ ও হাড়িয়া তৈরি করা হচ্ছিল। আর এই নেশার আকর্ষনেই বাইরে থেকে প্রতিনিয়ত অনেকেই গ্রামে ভিড় করছিল। যা নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল গ্রামবাসীদেরই একাংশ বলে অভিযোগ।

তাই বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ফালাকটা ব্লকের ধনিরামপুর-২ ও শিশাবাড়ি সরুগাঁও এলাকায় চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে নামে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। এদিন আটটি বাড়িতে হানা দিয়ে চোলাই মদ ও হাড়িয়া তৈরির সামগ্রী নষ্ট করে পুলিশ।

তবে জটেশ্বর ফাড়ির সূত্রে জানা গেছে, এদিন অভিযানে নেমে প্রায় তিনশো লিটার চোলাই ও হাড়িয়া নষ্ট করা হয়েছে । যদিও এই অভিযান আগামীদিনেও চলতে থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here