নিও-সোসালিস্ট ফোরামের আজকের দিনে সমাজ বদলের পথ

0
126

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:-

“আজকের দিনে সমাজ বদলের পথ” শীর্ষক আলোচনা হল আজ শনিবার বহরমপুরের গ্রান্ট হলে   উদ্দীপনার সাথে। উদ্যোগে বহরমপুরের “নিও-সোসালিস্ট ফোরাম”। উপস্থিত ছিল সিপিআইএম, এমকেপি, Unite for a Cooperative World, Collective, মার্ক্সবাদী চর্চা কেন্দ্র, Peoples Brigade প্রভৃতি কিছু বামপন্থী সংগঠন, সমাজকর্মী, বিশিষ্টজনেরা।

আজ গ্ৰ‍্যান্ট হলে

সভার শুরুতে “নিও-সোসালিস্ট ফোরাম ফোরাম”এর সহযোগী ওয়েবসাইট www.neosocialistforum.in এর আনুষ্ঠানিক সূচনা এবং  “নিও-সোসালিস্ট ফোরাম ফোরাম”এর আহ্বায়ক ডা: তাপস কুমার পালের লেখা বই Neo-Socialism Search for a Revolutionary Alternative in Indian Context. উদ্বোধন করেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায় ।

আলোচনার শুরুতে  “নিও-সোসালিস্ট ফোরাম ফোরাম”এর আহ্বায়ক ডা: তাপস কুমার পাল আলোচনার উদ্দেশ্য, অহিংস শ্রেণিসংগ্রামের প্রয়োজনীয়তা, গণসংগঠন ও বৈপ্লবিক রাজনৈতিক সংগঠন পৃথক করার এবং মঞ গঠনের  প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

মূল আলোচনায় অংশগ্রহণ করেন Peoples Brigade এর আহ্বায়ক বাসুদেব নাগচৌধুরী, Unite for a Cooperative World এর পক্ষে শংকর সরকার, মার্ক্সবাদী চর্চা কেন্দ্রের রমেন চৌধুরী, সিপিআইএমের শমীক মণ্ডল।এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সোনা শেখ, আব্দুল মালেক মণ্ডল, সুব্রত ঘোষ প্রমুখ। অন্যান্য বিশিষ্টজনেরা যেমন অধ্যাপক অভিজিৎ ভট্ট, লক্ষ্মণ সরকার, তারাশঙ্কর ভট্টাচার্য, দীপ্তেন্দু মণ্ডল, মূর্ছনা পাণ্ডা, লতিফ সরকার, গোকুল হাজরা, নির্মল সরকার সহ প্রায় অর্ধশতাধিক জন সচেতন মানুষজন।

আজ আনুষ্ঠানিক সূচনা হয় “Neo-Socialist Study Center”- এরও।আলোচনা সভার সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here