দেশী বিদেশী বিজ্ঞানীদের নিয়ে সেমিনার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের

0
132

নিজস্ব প্রতিবেদক,আলিপুরদুয়ার, ১২ ডিসেম্বর:- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় সমষ্টিগত কৃষি উৎপাদন ও জলসম্পদ ম্যানেজমেন্ট নিয়ে সেমিনারের পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক রিভিউ আলোচনা চক্র অনুষ্ঠিত হল মঙ্গলবার । আলিপুরদুয়ার জেলার চিলাপাতায় একঝাঁক দেশি বিদেশি কৃষি বিজ্ঞনী এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, ফ্যাকাল্টিদের উপস্থিতে এদিনের ওই আলোচনা চক্র অনুষ্ঠিত হয় । এই আলোচনা চক্র চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত ।
জানা গিয়েছে, অষ্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ-এর আর্থিক সহযোগিতায় ২০১৪ সাল থেকে এই প্রকল্পটি চালু হয়েছে । শুখা মরশুমে কীভাবে বৈজ্ঞানিক প্রযুক্তি, পরিবহণ এবং মুলধনের ব্যাবহারে সেচের জলের ব্যবস্থা করে সেই অঞ্চলে উৎপাদন বৃদ্ধি করা যায় সেসব নিয়ে আলোচনা পর্যালোচনা হয় । ডুয়ার্সের চিলাপাতায় আয়োজিত ওই সেমিনারে এদিন বাংলাদেশ,অষ্ট্রেলিয়া,নেপাল সহ ৫ টি দেশের ২৮ জন প্রতিনিধিদের নিয়ে ওই আলোচনা চক্র চলে । তাদের মধ্যে কয়েকজন বিজ্ঞানীও ছিলেন । দুটি গ্রাম নির্বাচন করে প্রাথমিকভাবে চাষাবাদের কাজ শুরু করা হয়েছে । তারমধ্যে আলিপুরদুয়ারের চকোয়াক্ষেতি গ্রাম রয়েছে কী পদ্ধতিতে শুখা মরশুমে চাষ আবাদ করা যেতে পারে, উন্নত মানের ফলন কীভাবে সম্ভব হবে সেসব নিয়ে স্থানীয় কৃষকদের পরামর্শ দিচ্ছে ওই সংস্থা ।
। কৃষকেরা বৃষ্টির জল ব্যাবহার করে গ্রীস্মকালীন ধান, ভুট্টা, গম চাষ করার পাশাপাশি শীতকালে আলু, কপি, রসুন, লংকা, টমেটো চাষ করছেন । বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীদের হামলা থেকে রেহাই পেতে সরষে চাষও করছেন তারা । স্থানীয় কৃষক তপন চিকবরাইক জানান সংস্থার পরামর্শ মেনে তাই ওই এলাকায় ৪২ বিঘে জমিতে সরষে চাষ করেছেন এলাকার কৃষকরা ।

ডিন রুপক সরকার 

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন রুপক সরকার জানিয়েছেন, আমরা দুটি গ্রাম বেছে নিয়েছি । তারমধ্যে আলিপুরদুয়ারের চকোয়াক্ষেতি রয়েছে । এখানে শুখা মরশুমে কী ভাবে সবজি চাষ করা যায় সেসব নিয়ে পরীক্ষামূলকভাবে চাষাবাদের কাজ চলছে ।আর এতে উপকৃত হচ্ছেন ওই এলাকার কৃষকরা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here