এস.আই অমিতাভ মালিকের স্মরণ সভা

0
147

বদরুল আলম , হুগলি

গত কাল সন্ধ্যায় দার্জিলিং এ নিহত শহিদ এস.আই অমিতাভ মালিকের আত্মার শান্তি কামনায় একটি স্মরণ সভার আয়োজন করা হয় হুগলি জেলার আরামবাগ “রামমোহন হল” -এ ।

শ্রদ্ধা নিবেদন

স্মরণ সভার আয়োজন করে আরামবাগ গ্রন্থ মেলা কমিটি ।

উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার উপ পৌরপিতা রাজেশ চৌধুরী , আরামবাগ থানার আই.সি শান্তনু মিত্র , বিশিষ্ট চিকিৎসক সুব্রত ঘোষ , বিশিষ্ট সমাজসেবী দেবানশু চক্রবর্তী , কাকলী চ্যাটার্জি , দিবাকর মন্ডল , রামপ্রসাদ দোলুই , চিন্ময় রায় সহ আরামবাগ গ্রন্থ মেলা কমিটির সদস্যবৃন্দ ও আরামবাগের সুধী নাগরিকবৃন্দ ।

এই দিন দার্জিলিং এ নিহত শহিদ এস.আই অমিতাভ মালিকের প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে ও নীরবতা পালন করে স্মরণ করা হয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here