নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ
পঞ্চায়েতের বোর্ড গঠনের কয়েকদিন পরই মঙ্গলবার রাতে পুরশুড়ার শ্যামপুরে ব্যাপক বোমাবাজির অভিযোগ।এমন কি গুলিও চলেছে ব্যাপক হারে।এতে গুলিবিদ্ধ হন সেখ মঞ্জুর আলী নামে এক ব্যক্তি।গুরুতর জখম সেখ মঞ্জুর আলী কে আরামবাগ হাসপাতালে আশঙ্খাজনক অবস্থায় ভর্তি করা হয়।এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে।এলাকায় প্রচুর পুলিশ ও রাফ। এলাকা দখল কে কেন্দ্র করেই বোমাবাজি ও গুলি চলে বলে অভিযোগ।
জানা গিয়েছে,গুলিবিদ্ধ মঞ্জুর দিঘরুই ঘাটে একটি হারমোনিয়াম দোকানে কাজ করেন। কাজ শেষে বাড়ি ফিরছিলেন পুরশুড়ার যুব নেতা সেখ রসিদ ওরফে গোপালের মোটর বাইকে। সেই সময়ে তাদের লক্ষ্য করে এলাকার মূল তৃণমূল নেতা সেখ আবু হুরাই ও তার দলবল তাদের তাড়া করে।পর পর দু বার গুলি চালায়। তাতেই গুলি বিদ্ধ হন তিনি,এর পরেই বোমা বাজি শুরু হয়।
গুলি চালানো কাণ্ডে পুড়শুড়া থানায় ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গুলিবিদ্ধ শেখ মঞ্জুর আলির স্ত্রী।এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে।ধৃতদের নাম শেখ আবু হুরায় ও সেখ মমতাজ।ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও সেখ আবু হুরাই এই ঘটনার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেন এবং তাদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন।
অন্যদিকে,মাদার তৃণমূল কংগ্রেস নেতা তথা পুড়শুড়ার তৃণমূল এর প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান,হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোপাল রায়,প্রাক্তন পুড়শুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অনিস রঞ্জন মাঝি,পুড়শুড়া তৃণমূলের ব্লক সভাপতি জয়দেব জানা সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাল পুড়শুড়া যুব তৃণমূল কংগ্রেস।অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এই দাবিতেই চলে বিক্ষোভ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ ও র্যাফ মোতায়েন রয়েছে। চলছে পুলিশি টহল।
আরও পড়ুনঃ লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে মালদা টাউন দিল্লী এক্সপ্রেস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584