এবিটিএ’র খড়গপুর মহকুমা শাখার সম্মেলন

0
64

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সংগঠনের ভিত্তিকে আরো প্রসারিত করার শপথের মধ্য দিয়ে শেষ হলো এবিটিএ’র মহকুমা সম্মেলন।নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর মহকুমা শাখার ৯ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার।খড়গপুর সাউথ সাইড স্কুলে ২৫০ জন প্রতিনিধির উপস্থিতিতে সারাদিন ধরে চলে এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারন ঘোষ।

নিজস্ব চিত্র

তিনি তাঁর বক্তব‍্যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ‍্য, শিক্ষা বেসরকারীকরন,
শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধিকার হরণ,শিক্ষক শিক্ষাকর্ম্মীদের প্রতি অসম্মানকর শর্তাবলী আরোপ,বকেয়া ডি এ,পে কমিশন ইত‍্যাদি নানা বিষয় তুলে ধরেন।অর্জিত অধিকার রক্ষাসহ শিক্ষা ক্ষেত্রে ন‍্যায‍্য দাবী আদায়ে এবিটিএ’র নেতৃত্বে সংগঠিতভাবে ধারাবাহিক সংগ্রাম আন্দোলনের আহ্বান জানান।পাশাপাশি সদস‍্যবন্ধুদের সামাজিক দায়বদ্ধতা পালন ও ছাত্রদরদী আদর্শ শিক্ষক হিসাবে নিজেদের উপযুক্ত ভাবে গড়ে তুলে সমিতির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

নিজস্ব চিত্র

এদিনের সম্মেলনে মহকুমা সম্পাদক মৃনাল কান্তি নন্দের পেশ করা সাংগঠনিক প্রতিবেদনের উপর ১৮ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন।বিকাশ পট্টনায়েকের নেতৃত্বে গঠিত সভাপতিমণ্ডলী সম্মেলন পরিচালনা করেন।সম্মেলন শেষে ৩৯ জনের নির্বাচিত কমিটি গঠিত হয়।সমাপ্তি ভাষন দেন জেলার সহসভাপতি সুবীর সিনহা।এছাড়াও উপস্থিত ছিলেন ব্রজগোপাল পড়িয়া,সুধাপদ বসু,সত‍্যকিংকর হাজরা,প্রভাস ভট্টাচার্য সহ সংগঠনের জেলা ও মহকুমার নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ দাসপুরে পুজো মন্ডপ উদ্ধোধন করলেন অভিনেতা দেব

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here