প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
করোনার জেরে লকডাউনে অতি আবশ্যক পণ্য ছাড়া, সব ধরনের দোকান বন্ধ। কিন্তু এই অবস্থায় কাজ না থাকায় উপার্জন নেই অনেকেই। আর এতে অনেকেরই বেঁচে থাকার জন্য ন্যুনতম খাদ্য সামগ্রী কেনার সামর্থ্য নেই।তাই এই সমস্যা কিছুটা কমাতে দুঃস্থ ওয়ার্ড বাসীদের পাশে দাঁড়ালেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর। মঙ্গলবার রায়গঞ্জের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ সরকারের উদ্দ্যোগে ও স্থানীয় যুবকদের প্রচেষ্টায় ওয়ার্ডের সাধারণ মানুষদের চাল, আলু ও সাবান বিতরন করা হল।
যদিও ভাইয়ের চিকিৎসার কারনে এই মুহুর্তে ব্যাঙ্গালোরে রয়েছেন প্রসেনজিৎ বাবু। লকডাউনের কারনে আটকে রয়েছেন ভিনরাজ্যে। তবুও নিজের ওয়ার্ডের সাধারণ মানুষের এই মুহুর্তে অসুবিধার বিষয়টি জানতে পেরে, দ্রুত নিজের ব্যক্তিগত তহবিল থেকে এই উদ্দ্যোগ নেন প্রসেনজিৎ বাবু।
আরও পড়ুনঃ সরকারের নিয়ম মেনেই খুলছে রেশন দোকান
তাই ওয়ার্ডের দুঃস্থ সাধারণ মানুষদের এক জায়গায় ডেকে এনে তিন কিলো চাল, দু’কিলো আলু এবং একটি করে সাবান তুলে দেওয়া হয়। তবে সরকারি নিয়ম মেনেই সকলকে নির্দিষ্ট দূরত্বে দাঁড় করানো হয়।
এদিন ফোনে প্রসেনজিৎ বাবু বলেন, “আমি নিজে বহুদুরে রয়েছি। লক ডাউনে আমার ওয়ার্ডের অনেকেরই টাকার জন্য চাল, আলু কিনতে পারছেন না বলে, খবর পেয়েছি। তাদের কথা ভেবেই এই উদ্দ্যোগ।”
এদিকে এই ওয়ার্ডের বাসিন্দাদের যে কোনো সময় যে কোনো রকমের সহায়তার জন্য বিশেষ মোবাইল নম্বর চালু করা হয়েছে। এতে বিনামূল্যে যে কোনো রকমের পরিষেবা ও সাহায্য পাবেন এই ২৭নং ওয়ার্ডের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584