‘কৃষ্টি’-র উদ্যোগে সাতদিনের নাট্য উৎসবের সূচনা

0
175

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

seven days drama festival
প্রতিবিম্ব নাটকের দৃশ্য।নিজস্ব চিত্র

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিবেকানন্দ কমিউনিটি প্রেক্ষাগৃহে দিনাজপুরের কৃষ্টির উদ্যোগে সাতদিনব্যাপী নাট্য উৎসব আনন্দজীবন সূচনা হয়।নাট্য উৎসবের প্রথম দিন দিনাজপুর কৃষ্টির প্রযোজনায় ও অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় প্রতিবিম্ব নাটকটি মঞ্চস্থ হয়।নাট্য উৎসবের দ্বিতীয় দিন বালুরঘাট নাট্য কর্মীর প্রযোজনায় অন্যজন্ম নাটকটি মঞ্চস্থ হবে।

seven days drama festival
নিজস্ব চিত্র

১৬ মার্চ ঋষি মুখোপাধ্যায়ের রচনা ও পরিচালনায় কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থা কর্তৃক আদর্শ জ্ঞান ভান্ডার নাটকটি মঞ্চস্থ হবে।১৭ই মার্চ অনন্য থিয়েটারের নাটক নির্দেশনায় বিভু ভূষণ সাহা কাক তাড়ুয়া নাটকটি মঞ্চস্থ হবে।১৮ই মার্চ গৌতম হালদারের পরিচালনায়ই নির্দেশনায় যাত্রীক নাট্য গোষ্ঠী মঞ্চস্থ করবে নকশি কাঁথার মাঠ।

আরও পড়ুনঃ ‘কমসোমল’ এর উদ্যোগে শিশু কিশোর নাট্য উৎসব

১৯ শে মার্চ অশোক নগর নাট্য মুখ্য পরিবেশিত নাটক আমি অনুকূলদা আর ওরা নাটকটি মঞ্চস্থ হবে।২০শে মার্চ নাট্য উৎসবের শেষ দিনে দিনাজপুর কৃষ্টির প্রযোজনায় মঞ্চস্থ হবে সুজিত ঘোষের নির্দেশনায় হিপোলিটাস।নাট্য উৎসবের কর্নধার ও নাট্যব্যক্তিত্ব সুরজিৎ ঘোষ বলেন গত ১৪ মার্চ সকালে নাটকের জন্য পথ পরিক্রমার পর মূল উৎসবের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস-চেয়ারম্যান বিপ্লব মিত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here