রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
লাভপুরে তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় ধৃত ফিরোজ সেখকে মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হলে তা মঞ্জুর করেন বিচারপতি।
ধৃত ফিরোজের নিজের বাড়ি লাভপুরের বলরামপুর গ্রাম থেকে গতকাল গভীর রাতে গ্ৰেপ্তার করে বড়ঞা থানার পুলিশ।
সরকারি আইনজীবী চিরঞ্জীৎ রুজ জানান, মৃত তৃণমূল নেতা সুফল বাগদী স্ত্রী পঞ্চায়েত সদস্যা শ্যামলী বাগদী অভিযোগ ফ্রেবুয়ারী ২৮ তারিখ থেকে নিখোঁজ ছিল সুফল বাগদী লাভপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়।
আরও পড়ুনঃ কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু এক শিক্ষকের, আহত ১
এরপর ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় বড়ঞা থানার অন্তর্গত বসন্ত বৈরীতলার ক্যানেল থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এরপর লাভপুর থানার সাথে যোগাযোগ করে জানা মৃত ব্যক্তি সুফল বাগদী।
স্ত্রী শ্যামলী বাগদী অভিযোগ বিজেপি এলাকা দখলের জন্য মেরে ফেলেছে তার স্বামীকে। স্ত্রী অভিযোগের ভিত্তিতে গ্ৰেপ্তার ফিরোজ সেখ। ঘটনার অস্বীকার বিজেপির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584