নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অ্যাস্ট্রাজেনেকার প্রস্তুত করা করোনা টিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্রিটেনে। জানা গিয়েছে এই টিকা নেওয়ার পরে নাকি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা গেছে ৩০ জন ব্যক্তির। তার মধ্যে ৭ জন মারাও গিয়েছেন।
ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেওয়া বন্ধ করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এই পরিস্থিতিতে শিশুদের মধ্যে এই টিকার ট্রায়ালও বন্ধ করেছে ব্রিটেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায়।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি সবথেকে খারাপ মহারাষ্ট্রের, হাতে রয়েছে আর ৩ দিনের টিকার ডোজ
ফাইজার-বায়োটেক টিকার এমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, এমনটাই জানিয়েছে ব্রিটেন। যদিও অ্যাস্ট্রাজেনেকার টিকা এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা যে সম্পূর্ণ ভাবে সম্পর্কযুক্ত, এমন কথা এখনই বলতে নারাজ ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর। তবে এই টিকার ব্যবহার সম্পর্কে সতর্ক হয়েছে অনেক দেশই এমনটাই জানা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584