ভিয়েনার ৬টি জায়গায় জঙ্গি হামলা, বন্ধুকবাজদের ছোড়া গুলিতে নিহত ২

0
103

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ফের জঙ্গি হামলা। এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। সোমবার রাতে মধ্য ভিয়েনায় বন্ধুকবাজদের ছোড়া গুলিতে ২ জন নিহত হয়েছেন বলেই প্রথমে জানা গিয়েছিল। আহত একাধিক জন। আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন।

Vienna attack | newsfront.co

পুলিশের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে হামলাকারীদের একজনও মারা গিয়েছে। অস্ট্রিয়া পুলিশের তরফে এক ট্যুইট বার্তায় হামলাকারী-সহ ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর মিলেছে।

অস্ট্রিয়ান পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ভিয়েনার অন্তত ৬টি জায়গায় পৃথক ভাবে হামলা হয়েছে। হামলায় একাধিক জনের আহত হওয়ার কথা বলা হলেও নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে, সন্দেহভাজন এক হামলাকারীকে নিকেশ করার খবর নিশ্চিত করা হয়েছে। বন্দুক হাতেই এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ আমেরিকায় বাড়ছে বন্ধুক কেনার হিড়িক, চিন্তিত প্রশাসন

ঘটনার পর শহরের ওই অংশ থেকে দূরে থাকতে শহরবাসীকে পরামর্শ দিয়েছেন সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী কার্ল নেহামার। সীমান্তে চেক পয়েন্টগুলিতে তল্লাশি জোরদার করা হয়েছে। মঙ্গলবার শহরের স্কুলগুলিতে পড়ুয়াদের যেতে বারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনা থেকে মুক্তি পেতে গোমূত্র পান! কলকাতায় হোটেল কর্মীর মৃত্যু

কার্ল নেহমার আরও জানিয়েছেন যে, ৬টি জায়গায় হামলা চালানো হয়েছে। করোনা সংক্রমণের জেরে ভিয়েনায় আংশিক লকডাউন শুরুর কিছুক্ষণ আগেই হামলা চালানো হয়। এই হামলা পূর্ব পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here