ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
হিমাচল প্রদেশে ভূমিধসের জেরে আবারও দুর্ঘটনা। দুপুর ১২ টা ৪৫ নাগাদ একটি যাত্রীবাহী বাসের ওপর ভেঙে পড়ল পাহাড়। আহত অনেকে, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা ঘটে, কিন্নর জেলার রেকংপেও- সিমলা সড়কে। বাসটিতে প্রায় ৪০ জনের কাছাকাছি যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা। এছাড়াও আরও বেশ কয়েকটি গাড়ি ভেঙে পাহাড়ের নীচে চাপা পড়ে রয়েছে বলেও খবর।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আইটিবিপি জওয়ানরা। দ্রুত গতিতে শুরু হয়েছে উদ্ধারকার্য। প্রশাসনিক সূত্রে খবর, উদ্ধারকার্যে সাহায্য করতে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে এনডিআয়এফ দল-সহ অন্যান্য উদ্ধারকারী দলকেও। ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
আইটিবিপির মুখপাত্র বিবেক পান্ডে জানিয়েছেন, ঘটনাস্থলে তিনটি ব্যাটেলিয়নের (১৭, ১৯ এবং ৪৩ ব্যাটেলিয়ন) ২০০ জন জওয়ানকে পাঠানো হয়েছে। পাহাড় থেকে পাথর এখনও পড়ছে। সেজন্য এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন জওয়ানরা। এলাকা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে।
আরও পড়ুনঃ রাজনীতিকে অপরাধমুক্ত করার বেনজির পদক্ষেপ সুপ্রীম কোর্টের
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ধসের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সেইসঙ্গে উদ্ধারকাজ এবং ত্রাণের ক্ষেত্রে হিমাচল সরকারকে যাবতীয় সাহায্য প্রদানের জন্য আইটিবিপিকে নির্দেশ দিয়েছেন শাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584