মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
রাজধানী দিল্লি সহ উত্তর ও মধ্যে ভারতের বেশ কিছু এলাকায় সোমবার পর্যন্ত টানা তিনদিন তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি ছিল৷ গরম ও লু-এর কারণে পরিযায়ী শ্রমিকরা যাঁরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁদের আরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ৷
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিন হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে আবহাওয়া একই রকম থাকবে৷ আবহাওয়ায় কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। প্রবল দাবদাহে পুড়বে রাজ্যগুলি। বইতে পারে লু। এমনই সতর্কবার্তা দিয়েছে মৌসম বিভাগ৷
Heat wave across Northwest India on 25 May 2020@Indiametdept @IMDWeather pic.twitter.com/1LC1RwV7Va
— RWFC New Delhi (@RWFC_ND) May 25, 2020
উত্তর-পশ্চিম দিক দিয়ে বইতে পারে শুষ্ক হাওয়া আর সে কারণেই আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। কোন দিন কোন কোন রাজ্যে তাপপ্রবাহ বইবে তা ছবির মাধ্যমে ট্যুইট করে জানিয়েছে মৌসম ভবন।
Due to prevailing dry northwesterly winds over plains of northwest India, Central India & adjoining interior parts of eastern India, present heat wave
conditions very likely to continue to prevails mainly during next 2 days.
Color Coded warning Attached.#heatwave pic.twitter.com/CPE1lS5WUa— IMD Weather (@IMDWeather) May 26, 2020
আরও পড়ুনঃ ২৮ মে কলকাতা-অণ্ডালে উড়ান শুরু
তবে ২৮ মে পর আবহাওয়া পরিবর্তন হতে পারে। হাল্কা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে৷ ২৯ মে ধুলো ঝড় হতে পারে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584