বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের বিক্ষোভ

0
77

সুদীপ পাল,বর্ধমানঃ

SSI protest at Burdwan University
নিজস্ব চিত্র

অভিযোগ অনেক এবং অনেক দিনের।শেষমেষ তা প্রকাশ পেল বিক্ষোভে। বিক্ষোভের নেতৃত্ব দেন এসএফআই-এর সর্বভারতীয় নেত্রী দিপ্সিতা ধর। বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখান তাঁরা।প্রথমে শহরের পার্কাস রোড থেকে রাজবাটি পর্যন্ত মিছিল করেন কর্মী-সমর্থকরা।

তাঁদের অভিযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয় যে ধরনের পড়াশুনার মান থাকার কথা তা থাকছে না।তাছাড়া সময়ে পরীক্ষা নেওয়া হয় না,সময়ে খাতা দেখার ব্যবস্থা করে ফল প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে না,ফলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কার্যত এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ মজুরি বৃদ্ধির দাবীতে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে

তাঁদের অভিযোগ বিএড কোর্স দু’বছরের হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেই কোর্স শেষ করতে পারে শংসাপত্র পেতে সময় লেগে যাচ্ছে অনেক বেশি সময়। তাছাড়া অনার্স বা মাস্টার ডিগ্রীর ক্ষেত্রেও বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে বলে তাঁরা মনে করেন। উপাচার্যকে স্মারকলিপি দিতে গিয়ে উপাচার্য না থাকায় রাস্তাতেই বসে পড়েন বিক্ষোভকারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here