সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
কবি লিখেছেন, ‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন; / মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে।’ করোনা বিপর্যয়ের জেরে থমকে গিয়েছে মানুষের জীবন। নিজের নিজের এলাকায় নিজের মতন করে মানুষ সেবাদান করছে।
এই পরিস্থিতিতে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই এক অন্য ধরনের সিদ্ধান্ত নিয়েছে। স্যানিটারি ন্যাপকিন মেয়েদের জীবনযাপনে এক গুরুত্বপূর্ণ বস্তু। এই কঠিন পরিস্থিতিতে বাজারে যাতে স্যানিটারি ন্যাপকিনের ঘাটতি দেখা না দেয় সেজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার শুরু করেছেন তাঁরা।
শুধু তাই নয় জেলাশাসকের কাছে বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছেন ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হচ্ছে, যদি কেউ স্যানিটারি ন্যাপকিন বাজারে না পান বা অতিরিক্ত মূল্য দাবী করে, তাহলে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।
আরও পড়ুনঃ লন্ডন থেকে আসা রায়গঞ্জের যুবক করোনামুক্ত, জানালো স্বাস্থ্য দফতর
বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সংগঠনের জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরি। সব বয়সী ছাত্রীদের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584