নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
ইন্টার্ন শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে সারা রাজ্যের বিভিন্ন জেলায় সি পি আই(এম) এর ছাত্র যুব সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করছে।আজ বাঁকুড়া জেলায় স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে সরকারি এই শিক্ষক নিয়োগের বিরোধিতা করে ‘বিদ্যা ভবন আভিযান’ কর্মসূচি পালন করা হয়।
শহরের সারদামনি মহিলা বিদ্যালয় থেকে মিছিল করে মাচানতলায় জেলা প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে ডেপুটেশন জমা দিতে যান।’বিদ্যা ভবন অভিযানে’র নেতৃত্বে ছিলেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য তনুশ্রী মণ্ডল।এসএফআই বাঁকুড়া জেলা নেতৃত্বের অভিযোগ,২০১১ সালের পূর্বে রাজ্যে ফি বছর এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো।মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেই ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে।শিক্ষক নিয়োগ সেভাবে হয়নি বললেই চলে।সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে স্নাতক ছাত্র ছাত্রীদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলিতে মাসিক দু’ হাজার ও আড়াই হাজার টাকার বিনিময়ে চুক্তির ভিত্তিতে ‘ইন্টার্ণ’ হিসেবে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: এস এফ আই এর বিক্ষোভ ডেপুটেশন
এই ঘোষণা শিক্ষিত বেকার যুবকদের স্বার্থে নয়। তিনি তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই উদ্যোগ নিয়েই।এই ঘটনার প্রতিবাদ জানিয়েই তারা আন্দোলনের পথ বেছে বাধ্য হয়েছেন বলে এসএফআই নেতৃত্বের দাবী।একই সঙ্গে এই মিছিল ও ডেপুটেশন থেকে প্রতিটি স্কুলে শিক্ষা ফি কমানো ও জেলায় বন্ধ হয়ে যাওয়া স্কুলের হোস্টেল গুলি পুনরায় চালুর দাবী জানানো হয়।পরে কয়েকশো এসএফআই সমর্থক মিছিল করে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদর কার্যালয় ‘বিদ্যাভবনে’ পৌঁছে সভা করেন।সেখানে বক্তব্য রাখেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য তনুশ্রী মণ্ডল,জয়গোপাল কর প্রমুখ।পরে ঐ সংগঠনের একটি প্রতিনিধি দল ‘বিদ্যাভবনে’ পৌঁছে সহকারী বিদ্যালয় পরিদর্শক জগবন্ধু ব্যানার্জ্জীর হাতে তাদের দাবীপত্র তুলে দেন। বিদ্যাভবনের তরফে তাদের দাবীপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে বলে এসএফআই সূত্রে দাবী করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584