ভারাক্রান্তমনে দীপাবলিতে মিষ্টিমুখ শাহরুখের, নতুন বিজ্ঞাপনে মুগ্ধ অনুরাগীরা

0
67

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

মাদক কাণ্ডে গত ২ অক্টোবর মুম্বইয়ে এক প্রমোদতরী থেকে মাদক সহ শাহরুখ পুত্র আরিয়ান ও তাঁর সঙ্গীদের আটক করে নারকোটিক্স দল। এরপর ৩ অক্টোবর আরিয়ান-সহ বাকিদের গ্রেফতার করে এনসিবি। শাহরুখ খানের আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করলেও তা বারবার খারিজ করে দেয় আদালত। ফলে মন খারাপ খান পরিবারের।

Shahrukh Khan
শাহরুখ খান

মন্নতের অন্দর থেকে ভেসে আসছে বিষাদের সুর। ছেলে আরিয়ানের বর্তমান ঠিকানা আর্থার রোড জেল। তাই এবছর উৎসবের আনন্দে মেতে উঠবেন না শাহরুখ-গৌরী। দীপাবলিতে আলো জ্বলবে না মন্নতে। আর তাই স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত কিং খানের মন। এসবের মাঝেই অনুরাগীদের মুগ্ধ করলেন শাহরুখ।

সম্প্রতি এক চকোলেট প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখালেন বলিউড বাদশা শাহরুখ খান। শনিবার সংস্থার ইউটিউব চ্যানেলে সেই নতুন বিজ্ঞাপন প্রকাশ পেতেই শুরু হল শোরগোল। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন বিজ্ঞাপনের সেই ভিডিও। শুধু তাই নয়, অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছে চকোলেটের এই বিজ্ঞাপন। এটি দেখার পর আবেগে ভাসছেন শাহরুখ ভক্তরা।

বিজ্ঞাপনের বিষয়ে সংস্থার দাবি, এই বিজ্ঞাপন শুধুমাত্র নিজের পণ্য বিক্রির জন্য নয়। এটি করোনা ও লকডাউনে আর্থিকভাবে ভেঙে পড়া ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টামাত্র। অতিমারির জেরে যাঁদের রুজি রোজগারে টান পরেছিল এই বিজ্ঞাপনে সেইসমস্ত মানুষেরই জয়জয়কার করা হয়েছে। আর পর্দায় শাহরুখ খান হয়ে উঠেছেন ওই সব ছোট ব্যবসায়ীদের মুখ।

আরও পড়ুনঃ আরিয়ান কান্ডে ২৫ কোটি টাকার ডিলের প্রস্তাব NCB-র, চাঞ্চল্যকর অভিযোগ! ওয়াংখেড়ের পদত্যাগ দাবি মেহেতার

বিজ্ঞাপনে ক্রেতাদের কাছে শাহরুখের অনুরোধ, ‘‘নিজের বাড়ির পাশের ছোট দোকান থেকে ফোন কিনুন। পোশাক কিনুন এলাকারই ছোট দোকান থেকে, নিজের পাড়ার দোকানেই মিষ্টিমুখ করুন ও পাড়ার দোকান থেকেই মিষ্টিমুখ করান সকলকে।”

আরও পড়ুনঃ দুই সমকামী নারীর ‘করবা চৌথ’ পালন, নতুন বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

দীপাবলিতে শাহরুখ খানের ঘরে আঁধার থাকলেও দর্শকের ঘর আলো করে এই বিজ্ঞাপনে একটি সুন্দর বার্তা দিয়েছেন তিনি। ক্রমাগত লোকসানে আঁধার হয়ে থাকা মুখগুলোতে একটু আলো ছড়ানোর আর্জি জানিয়েছেন কিং খান। আর এতেই মুগ্ধ শাহরুখ ভক্তরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here