মুখ্যমন্ত্রীর চোট আঘাত নিয়ে বিজেপি কোনও রাজনীতি করবে নাঃ শমীক ভট্টাচার্য

0
85

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বুধবার নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ষড়যন্ত্র করে তাঁর ওপর আক্রমণ করা হয়েছে। এরপর সে রাতেই তিনি কলকাতায় এসএসকেএমে ভর্তি হয়েছেন। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এক ভিডিও বার্তায় বলেছেন, তাঁর গাড়ির দরজা আচমকা বন্ধ হয়ে তিনি জখম হয়েছেন।

Shamik Bhattacharya | newsfront.co
শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র

এদিন বিজেপির পক্ষ থেকে দলের মুখ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,’এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন। ওনার আজকের মন্তব্যের কোনও পাল্টা প্রতিক্রিয়া করবে না বিজেপি। উনি আগে সুস্থ হয়ে উঠুন, বাইরে বের হলে তবে আমরা মতাদর্শের লড়াই করব। এটাই আমাদের পার্টির অবস্থান।’

পরে তিনি আরও বলেন, ‘এই ঘটনা নিয়ে নন্দীগ্রামের মানুষ কী বলছেন, শুভেন্দু কী অবস্থানে আছেন, তা জানতে সত্য উৎঘাটন করতে চাই। তবে মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য পুলিশের হাতে তাঁর জীবন নিরাপদ নয়, কেন্দ্রীয় সরকার তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে।

আরও পড়ুনঃ মমতার উপর হামলা! নির্বাচন কমিশনে তদন্তের দাবি বিজেপির

তবে নন্দীগ্রাম থেকে আমাদের দল ও প্রত্যক্ষদর্শীর কথায় আমরা জানতে পেরেছি, গাড়ির দরজার ধাক্কায় মুখ্যমন্ত্রী জখম হয়েছেন। তবে তাঁর এই চোট আঘাত নিয়ে বিজেপি কোনও রাজনীতি করবে না। বর্তমানে নন্দীগ্রাম স্বাভাবিক আছে। আজ শুভেন্দু অধিকারী কুড়িটি মন্দিরে গেছেন। তার সঙ্গে জনপ্লাবন আছে। ওখানে সব ধর্মের লোকজনের আবেগে জয়ের ব্যবধান বাড়বে।’

আরও পড়ুনঃ তৃণমূল সুপ্রিমোর নিজস্ব কোন গাড়ি নেই, জানালেন হলফ নামায়

পরে তিনি দাবি করেন,’বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁর সাথে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ফেসবুক বার্তার মাধ্যমে যে কথোপকথন হয়েছে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত। তবে মুখ্যমন্ত্রীর ওপর হামলা নিয়ে তৃণমূল নেতা ও মুখ্যমন্ত্রীর ইলেকশন ইনচার্জ নন্দীগ্রাম থানায় যে এফআইআর করেছেন কিছু নাম না জানা ব্যক্তির বিরুদ্ধে। আমরা চাই এই এফআইআর হোক সুনির্দিষ্ট ব্যক্তিদের নামেই।’

পরে বিজেপির এই মুখপাত্র প্রশ্ন তোলেন, ‘মুখ্যমন্ত্রীর ওপর এই হামলা, (যদি ঘটে থাকে) তার জন্য দায়িত্ব প্রাপ্ত জেলাশাসক, পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? ঘটনার ভিডিও ফুটেজ কেন প্রশাসন এখনও পায়নি বা পেয়েও তদন্ত করছে না?’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here