নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
বিগত বছর গুলোর মতো এবারও শারদ সম্মান প্রদান করলো হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি।মেদিনীপুর শহরের পূজা গুলির মধ্যে সেরা বাছাই করে এবারে ২০২১ এর শারদ সম্মান প্রদান করলো স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি।মহাষষ্ঠীর দিন সকাল ১১ টার সময় মানিকপুরের কালীমন্দির প্রাঙ্গণের পূজা প্যান্ডেল থেকে শুরু হয়েছিল এই পূজা পরিক্রমা।এই পরিক্রমায় শারদ সম্মানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী কল্যান কর, চিত্রশিল্পী নরসিংহ দাস, সংস্থার সভাপতি দিলীপ মান্না, সম্পাদিকা সুদীপ্তা দে চক্রবর্তী ও সহ সভাপতি রাজশ্রী মণ্ডল,কোষাধ্যক্ষ- ষোড়শী সিংহ প্রমুখ।
পাশাপাশি পূজা পরিক্রমা টিমে উপস্থিত ছিলেন মৌসুমী মান্না,শর্মিলা কোলে, মানস চক্রবর্তী,বরুন কোলে, বন্দনা চক্রবর্তী, আলপনা ভুঁইয়া, অরুন প্রতিহার, গৌরি প্রতিহার গৌতম ভকত সহ অন্যান্য সদস্য-সদস্যা গন। কনিষ্ঠ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সূর্য সিংহ ও শিবরাত্রি কোলে।
উপস্থিত না থাকলেও আন্তরিকতার সঙ্গে এই কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সঙ্গীতা সিংহ, মৈত্রীরায় চৌধুরী, বনানী ফৌজদার, সুমন চ্যাটার্জী, রূপা মহাপাত্র, কবিতা দাস, সুব্রত মহাপাত্র, শিপ্রা সরকার, আর সিনহা, নীতা সিনহা, শম্পা মণ্ডল প্রমুখ সদস্য-সদস্যাবৃন্দ। এছাড়া এই কাজে বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন মলয় রথ, সাঁতরা অ্যাকোয়ারিয়ামের কর্নধর তোতন সাঁতরা ও রাজশ্রী মন্ডল প্রমুখ।
আরও পড়ুনঃ আলো ট্রাস্টের উদ্যোগে উৎসবের উপহার প্রদান
বিচারক মন্ডলীর বিচারে প্রথম স্থান পান রবীন্দ্র নগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, দ্বিতীয় স্থান পান অশোকনগর নাগরিক সমিতি, তৃতীয় স্থান পান কেরানীতোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এছাড়াও বিশেষ পুরস্কার পান মানিকপুর যুব সংঘ ও পুলিশ লাইন দুর্গোৎসব কমিটি। মহাসপ্তমীর সন্ধ্যেবেলায় বিজয়ী পূজা কমিটি গুলোকে সংস্থার তরফ থেকে ট্রফি ও মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584