অনলাইনে সম্পন্ন শারদ সুন্দরী ২০২০

0
133

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

এক স্বনামধন্য গহনা প্রস্তুতকারী সংস্থার উদ্যোগে বিগত বছরগুলির মতো এবছরও সম্পন্ন হল ‘শারদ সুন্দরী’। সুন্দর মুখের খোঁজের জন্য খুবই জনপ্রিয় এবং বহুল প্রতীক্ষিত এই বার্ষিক অনুষ্ঠান।

Sharad Sundari | newsfront.co

দুর্গাপুজোর সময় বেশ নজর কাড়ে এই উদ্যোগ। চলতি বছর তার অষ্টম বর্ষে পদার্পণ। ফেলে আসা বছরগুলিতে জনপ্রিয় সব পুজো প্যাণ্ডেলে, প্রিমিয়াম আবাসনে এবং প্রিমিয়াম কলেজ ক্যাম্পাস গুলোয় সুন্দরী মুখের খোঁজ চলেছিল।

কিন্তু এই বছর, কোভিড -১৯ এর দাপটে সুরক্ষার কথা মাথায় রেখে সুন্দরী অনুসন্ধানের কাজ সম্পন্ন হয় অনলাইনে। সূত্রের খবর অনুযায়ী, প্রতিযোগীদের সংখ্যা বিগত সব বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। অনলাইনে আসা পনেরো হাজারের মতো প্রতিযোগীর মধ্যে বেছে নেওয়া হয় সেরা বারো জনকে।

আরও পড়ুনঃ উত্তরণের বার্তা নিয়ে আসছে সুজয় প্রসাদের ‘ক্রসিং ওভার’

এদিনের অনুষ্ঠানে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সংস্থার কর্ণধার রূপক সাহা। তিনি জানান, “কোভিড -১৯ বিধিনিষেধ অনেক সমস্যা তৈরি করলেও আমরা এর ফর্ম্যাটটি অন্যভাবে ভেবে অনলাইনে নিয়ে এসেছিলাম। এতে প্রতিযোগীদের অংশগ্রহণ করতে অনেক সুবিধাই হয়েছে।

প্রতিযোগীদের শারদসুন্দরী ডট কম এ গিয়ে তাদের এই উৎসবের সেরা মুহূর্তের ফটোগ্রাফ পাঠাতে হয়। আশাতীতভাবে পনেরো হাজারের বেশি প্রতিযোগী যোগ দেন। সেরা দশজন এদিনের অনুষ্ঠানে যোগ দেন। সঙ্গে ছিলেন গত বছরের বিজয়ী মণীষা সেন। আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। বেছে নেওয়া হবে এবারের শারদ সুন্দরীকে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here