এইমস ছেড়ে অমিত শাহ বেসরকারি হাসপাতালে কেন প্রশ্ন শশীর

0
79

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কংগ্রেস সাংসদ শশী থারুর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ করোনা পজিটিভ জানার পর টুইট করে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন দিল্লির এইমসে ভর্তি না হয়ে গুরগাঁও-র একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন।

Amit Shah and Shashi Tharoor | newsfront.co
গ্রাফিক্স চিত্র

শশী থারুর তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ” সাধারণ মানুষের ভরসা যাতে সরকারী স্বাস্থ্য পরিষেবার ওপর বজায় থাকে, সেই কারণেই প্রভাবশালী ব্যক্তিত্বদের উচিত নিজেদের ও সরকারি স্বাস্থ্য পরিষেবার ওপর ভরসা রাখা।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ গতকাল জানতে পারেন যে তিনি করোনা আক্রান্ত। ডাক্তারদের পরামর্শে তাঁকে স্থানান্তরিত করা হয় গুরগাঁও-এর মেদান্ত হাসপাতালে। ঠিক এখানেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ। তাঁর বক্তব্য প্রভাবশালী ব্যক্তিদের উচিত সরকারী স্বাস্থ্য পরিষেবার ওপর ভরসা রাখা, তবেই তো সাধারণ মানুষ তাঁদের দেখে ভরসা পাবেন।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অমিত শাহ

দিল্লির এইমস একটি সুপার স্পেশ্যালিটি সরকারী হাসপাতাল, তার পরিবর্তে বেসরকারি হাসপাতালে মন্ত্রীমহোদয়কে কেন যেতে হল?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল নিজেই টুইট করে জানান যে তিনি কোভিড-১৯ আক্রান্ত; শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকলেও চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও লিখেছেন যে, তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা সকলেই যেন ব্যক্তিগত আইসোলেশনে থাকেন এবং নিজেদের পরীক্ষা করান।

আরও পড়ুনঃ আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী বি.এস. ইয়েদুরিয়াপ্পা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান ও করোনা আক্রান্ত হয়েছেন; দুজনেই চিকিৎসার জন্য বেছে নিয়েছেন বেসরকারি হাসপাতাল। ৭৭ বছর বয়স্ক শ্রী ইয়েদুরিয়াপ্পা ভর্তি রয়েছেন বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে এবং ৬১ বছর বয়স্ক শ্রী চৌহান ভর্তি রয়েছেন ভোপালের চিরায়ু হাসপাতালে।

স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ার পর বড় প্রশ্ন থেকে যাচ্ছে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের নিয়ে। শ্রী শাহ একটি উচ্চ পর্যায়ের ক্যাবিনেট মিটিং- এ যোগ দিয়েছিলেন কদিন আগেই, যেখানে রাজনাথ সিং, নির্মলা সীতারামন-সহ অনেকেই উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রীও। যদিও জানা যাচ্ছে মিটিং-এ সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য সকল স্বাস্থ্যবিধিই মানা হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here