ভবঘুরেদের আশ্রয়ে উদ্যোগী পৌরসভা

0
77

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃওরা ঘুরে বেড়ায় পথে প্রান্তে কোন দোকানের চাতালে অথবা বাড়ির একচিলতে বারান্দায় রোদ জল ঝড় বৃষ্টি শীত কেটে যায় কিন্তু এবার তাদের কথা ভেবেই কেন্দ্র সরকারের জাতীয় নগর জীবিকা মিশন বা এন ইউ এল এম প্রকল্পের অধীনে ও বালুরঘাট পৌরসভার উদ্যোগে শহরের লোকনাথ মন্দির এলাকায় তৈরি হচ্ছে ভবঘুরেদের জন্য স্থায়ী আবাসন।পৌর এলাকায় রয়েছে এমন ভবঘুরেদের দেওয়া হবে আবাসনগুলি।প্রায় এক কোটি বাইশ লাখ টাকা ব্যায়ে তৈরি হচ্ছে এই আবাসনটি।আগামী মাস দুয়েকের মধ্যেই আবাসন বসবাসের উপযোগী হয়ে উঠবে বলে মনে করছে পৌরসভা।

একদিকে যেমন জোরকদমে আবাসনের কাজ চলছে তেমনি অপরদিকে আবাসনের আবাসিক ভবঘুরেদের চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।এই উদ্দেশ্যেই কলকাতা থেকে কয়েকজনের প্রতিনিধি দল এসে পৌঁছেছে বালুরঘাটে।শহরের বিভিন্ন এলাকায় ভবঘুরেদের চিহ্নত করা ও তাদের সংগ্রহের কাজ করছেন।

এই আবাসনে প্রায় পঞ্চাশজন ভবঘুরে আবাসিক থাকতে পারবেন বলে জানা গেছে।শনিবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় পঁয়ত্রিশজন ভবঘুরেকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের আধিকারিক সুমন কুমার দাস,তিনি জানান যে,সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী তারা শহর এলাকায় ঘর নেই এমন ভবঘুরেদের তথ্য সংগ্রহের কাজ চলছে।সবাই ঘর পাবে কি না সেটি পৌরসভা দেখবে।শুধুমাত্র আবাসন নয় তাদের অন্নের ব্যবস্থাও করবে পৌরসভা।বালুরঘাট পৌরসভার পৌরপিতা রাজেন শীল জানান যে,লোকনাথ মন্দির এলাকায় ভবঘুরেদের জন্য তৈরি হচ্ছে আবাসন।যেখানে পঞ্চাশজন ভবঘুরে আবাসিক থাকতে পারবে তাদের খাওয়ার দায়িত্বও নেওয়া হবে।

পথই যাদের জীবন উচ্ছিষ্ট যাদের অন্ন তাদের জীবনে এমন প্রকল্প এক স্বপ্নের মতো।

ফিচার ছবি প্রতীকী এবং সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here