নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
যে সময়ে ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রাম ছিল না সেই সময় মানুষের একমাত্র বিনোদন বলতে ছিল রেডিও এবং টেলিভিশন। শিশুমন সেদিন ভাবত যাদের টিভিতে দেখা যায় বা যাদের গলা রেডিওতে শোনা যায় তারা নিশ্চিত ওই রেডিও বা টিভির মধ্যে ঢুকে গিয়ে কাজগুলো করে। শিশুমনে তেমন ভাবনার বশবর্তী হন পরিচালক শিলাদিত্য মৌলিকও। সেই সব দিনের নস্ট্যালজিয়াকে উসকে দিতে তাঁর আগামী ছবির নাম রেখেছেন ‘রেডিও’।
ছবিতে উঠে আসবে রেডিও ঘিরে মানুষের আবেগ, অলীক কল্পনা, নস্ট্যালজিয়া, রেডিও জকির কাজকর্ম সহ আরও নানা দিক। তবে, গল্পের কেন্দ্রে রয়েছে একটি মেয়ে এবং একটি রেডিও। এবার এদেরকে পরিচালক কোন কায়দায় পর্দায় হাজির করেন সেটাই দেখার।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে এই প্রথম পর্দায় জোট বাঁধছেন ‘সোয়েটার’, ‘হৃদপিণ্ড’-র পরিচালক শিলাদিত্য মৌলিক। প্রিয়াঙ্কার চরিত্রের নাম হিয়া। শিলাদিত্য জানান- “ছোটবেলায় ভাবতাম রেডিওতে যারা কথা বলে তারা নিশ্চয়ই ওই ছোট্ট রেডিওটার মধ্যে ঢুকে যায়। এরপর আস্তে আস্তে সেই ভুল ভাবনা পরিষ্কার হতে থাকে। সেই সব দিনের কথাও আসবে এই ছবিতে। প্রিয়াঙ্কার মতো দক্ষ অভিনেত্রীর সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছি। প্রিয়াঙ্কা নিজের সৌন্দর্য এবং প্রতিভা দুটি জিনিসকেই খুব সুন্দরভাবে ব্যালান্স করে চলেন। যা খুবই প্রশংসনীয়। আশা রাখি ‘রেডিও’তে ওঁর নতুন অবতার সকলে ভালোবাসবেন।” খুব শীঘ্রই ফ্লোরে যাবে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584