কাঁথিতে নিজের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে শিশির, দিব্যেন্দু

0
43

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে নেতা-কর্মীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে করকুলি গ্রামে কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তার ছেলে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী তাদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে শামিল হলেন।

TMC leader | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন বিক্ষোভ শেষে কাঁথি লোকসভা কেন্দ্রের সংসদ শিশির অধিকারী বলেন, ‘করোনা মোকাবিলায় লকডাউনের ফলে কার্যত কোমর ভেঙে গিয়েছে দিন আনা দিন খাওয়া পরিবারগুলির। এই অবস্থায় পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে কার্যত দিশেহারা মানুষ। এই পরিস্থিতিতে এইসব মানুষদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যেই চলছে প্রতিবাদ।’

আরও পড়ুনঃ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্পিকারের

অন্যদিকে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন, নিজের বাড়ির সামনে এলাকার মানুষকে একত্রিত করে বিক্ষোভে শামিল করতে। সেই লক্ষ্যেই এই কর্মসূচি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here