নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শিবরাত্রি উপলক্ষে জমজমাট ভিড় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকার রূপনারায়ন নদীর তীরে গৌরাঙ্গ ঘাটে। মূলত এই নদীর ঘাটতি বিশেষ উল্লেখযোগ্য কারণ হলো এখানে একটি শিবমন্দির রয়েছে যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলা থেকে বহু ভক্তরা এসে শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালেন এবং আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রার্থনা করেন।
সেই দিক লক্ষ্য করে এই ঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত ভক্তদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের বাড়তি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে একাধিক সদস্য কে। সারারাত ধরে চলছে প্রথা অনুযায়ী শিবের মাথায় জল ঢালা।
আর তাতেই জমজমাট ভিড় লক্ষ্য করা গেল গোটা রূপনারায়ন গৌরাঙ্গ ঘাট চত্বরে। পরিবেশ অনুকূল বাড়তি সৌন্দর্যর জন্য বসানো হয়েছে বাহারি রকম ফুলের গাছ। আর তাতেই এক অন্যরূপ পেয়েছে রূপনারায়ন নদীর গৌরঙ্গ ঘাট। খুশি দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা।
এই গৌরাঙ্গ ঘাট কর্তৃপক্ষের সদস্য অসীম দাস জানান সমস্ত ভক্তদের সুবিধার্থে এই কর্তৃপক্ষের তরফ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে,এবং ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বাড়তি নজরদারি রয়েছে আমাদের পক্ষ থেকে, এতে অনেকটাই খুশি হয়েছে দূরদূরান্তের ভক্তরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584