নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অপেক্ষার অবসান। ১২ মার্চ ভালোবাসার আবহে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘শ্লীলতাহানির পরে’। মল্লিকা সেনগুপ্ত’র উপন্যাস অবলম্বনে এই ছবি বানালেন পরিচালক রেশমি মিত্র।
জীবনযাত্রার রকমফের, মানসিকতার পরিবর্তন সমাজে স্পষ্টভাবে লক্ষ্য করা গেলেও স্বমহিমায় রাজত্ব চালায় ধর্ষণ, যৌন আবেদনের মতো কঠিন ব্যাধিগুলি। শ্লীলতাহানির পর একটা মেয়ের জীবনে বদলে যায় অনেককিছু৷ এমনকী আত্মহত্যার পথও বেছে নেয় অনেকে। এহেন ইস্যুকে সামনে রেখেই কাহিনি এবং তা নিয়ে তৈরি হয়েছে ছবি।
আরও পড়ুনঃ কমেডির মোড়কে আসছে ওয়েব সিরিজ ‘কাম অন’
‘সোনম মুভিজ’-এর ব্যানারে সোনম দাসের প্রযোজনায় আসছে এই ছবি। ৫ ফেব্রুয়ারির সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানানো হল ছবির মুক্তির দিন। ১২ মার্চ মুক্তি পাবে এই ‘শ্লীলতাহানির পরে’।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, ইশান মজুমদার, দেবলীনা কুমার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, মৌবনি সরকার, শুভম প্রমুখ।
চিত্রনাট্য লিখেছেন চন্দন মুখার্জি। মিউজিক করেছেন বাপ্পা অরিন্দম। গান লিখেছেন গৌতম সুস্মিত এবং চন্দন মুখার্জি। ক্যামেরায় বাদল সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584