‘মাস্ক’-এর শুটিং শুরু কলকাতায়

0
45

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘আর এন এন্টারটেইনমেন্ট’ এবং ‘প্যাশন টকিজ’- এর প্রযোজনায়, আশিস কুমারের পরিচালনায় আসছে হিন্দি ছবি ‘মাস্ক’। বলিউড অভিনেতা ব্রিজেন্দ্র কালা এবং সেঁজুতি মুখোপাধ্যায়কে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই ছবিতে। সম্প্রতি দক্ষিণ কলকাতার নারায়ণী স্টুডিওতে হয়ে গেল ছবির শুটিং।

Mask shooting | newsfront.co

ছবিটিকে বিভিন্ন ক্যানভাসে নকশা করা হয়েছে। খ্যাতনামা সুফি গায়ক তোচি রায়না গেয়েছেন ছবির থিম সং। আর সেই থিম সং-এর মাধ্যমেই চলবে ছবির গল্প বলা।

ছবির গল্পের দিকে তাকালে জানা যায়, ব্যাংক প্রহরী প্রবীণ তেওয়ারী তার স্ত্রী শিখা এবং কন্যা টুকাইয়ের সঙ্গে কলকাতায় থাকে। আর পাঁচজন সরকারি চাকরিজীবীর মতো কয়েক মাস ধরে তারও বেতন নিয়ে সমস্যা। এই করোনা আবহে সে মাস্ক পরতে রাজি নয়। আর এই মাস্ক না পরার কারণে তাকে অনেকের কাছ থেকে অবহেলিত এবং ছোট বড় কথা শুনতে হয়।

আরও পড়ুনঃ বড় খবর!

এমনকী অ্যালকোহল কিনতে গেলেও তাকে প্রতারিত হতে হয়৷ কিন্তু সেই সবকিছুকে তোয়াক্কা না করে সে সোশ্যাল মিডিয়ায় খুঁজতে থাকে কেন মাস্ক পরতে হবে। পরলে কী হবে আর না পরলে কী হবে। মোদ্দাকথা, সে মাস্কের চরম বিরোধী।

আরও পড়ুনঃ পর্দায় ডেবিউ করছেন আইনজীবী-মডেল তিতির, শুরুতেই সাসপেন্স থ্রিলার

সে কি পারবে নিউ নর্মাল জমানার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে? সেটাই দেখার। ছবিতে রয়েছে তারই উত্তর।
তোচি রায়নার অন্যান্য উল্লেখযোগ্য কাজগুলি হ’ল ‘ইয়ে জাওয়ানি হ্যায় দেওয়ানি’ সিনেমার গান ‘কবিরা’, ‘ওয়েক আপ সিড’ ছবির গান ‘ইকতারা’, ‘কেয়া ইয়েহি সচ হ্যায়’ ছবির ‘ইশক ওয়ালে চোর হ্যায়’ সহ বহু গানে নিজের ছাপ রেখেছেন তিনি। শ্রেয়া ঘোষালের সঙ্গেও দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন তিনি।

‘মাস্ক’ ছবির সঙ্গীত পরিচালনায় মোনা রাজীব। গান লিখেছেন রবি ভাসনেট। সিনেমাটোগ্রাফিতে মধুরা পালিত। প্রযোজনার নকশা করেছেন সুব্রত ঘোষাল। চলছে শুটিং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here