নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অনেক টালবাহানার পর অবশেষে স্বস্তি। কাজে ফিরলেন কাজপিপাসুরা। শুরু হল টলিপাড়ায় শুটিং। সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। নতুন ফরম্যাটে, নতুন ভাবনায়, দূরত্ব মেনে শুরু হল পথচলা।
আজ সকাল ৭ টায় কলটাইম মিলেছিল ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নয়ন থুড়ি শ্রুতির। শ্রুতি জানান- “একটা চলমান জনপ্রিয় ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র হয়ে আমার দায়িত্ব নিজের সেফটি সামলে রেখে কাজে ফেরা৷ শান্তি করে কাজ শুরু করতে চাই এবার।
আমরা মানুষের মনোরঞ্জনের জন্য ছিলাম, আছি, থাকব। আমরা প্রস্তুত কো-অপারেট করে কাজ শুরু করার জন্য। এবং আমিও আশা রাখি সবার সমান সহযোগিতা পাব। আগামিকাল সকাল ৭ টায় পেয়েছি কলটাইম।”
আরও পড়ুনঃ আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে রাজনীতি শুরু হয়েছেঃ দেবযানী চট্টোপাধ্যায়
মেক আপ রুমে থাকছেন দুজন শিল্পী ছাড়া একজন মেক আপ ম্যান, আরেকজন হেয়ার ড্রেসার। তাঁদের কস্টিউম আজ করোনা যুদ্ধের বর্মের ন্যায়।
ফ্লোর স্যানিটাইজ, মেক আপ রুম স্যানিটাইজ করার পাশাপাশি আর্টিস্টরাও একটা নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্যানিটাইজ করছেন।
আরও পড়ুনঃ টলিপাড়ার নক্ষত্ররা উপগ্রহ! শর্ট ফিল্মের ভাবনা চুরির অভিযোগে নিরুত্তর আনন্দবাজার
শুটিঙে আজ মুখে মাস্ক পরেই থাকতে দেখা গেল শিল্পীদের। আলো, আকাশ, শঙখদীপ সকলের মুখেই মাস্ক। এবার ধারাবাহিকগুলির গল্প কী ভাবে কোনদিকে মোড় নেবে সেটাই দেখার।
এর মাঝেই বন্ধ হল- নিশির ডাক, বাঘ বন্দি খেলা, কনকা কাঁকন, চিরদিনই আমি যে তোমার, মঙ্গল চণ্ডী। এই সব স্লটে এর পর কোন গল্প আসে সেটাও দেখার জন্য প্রস্তুত বোধ করি দর্শককূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584