নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে বন্ধ দোকান। তাই বাড়িতেই লুকিয়ে মদ বিক্রি করছিলেন রায়গঞ্জের মোহনবাটি এলাকার এক ব্যবসায়ী।

আরও পড়ুনঃ পারিবারিক অশান্তির জেরে দাদাকে খুনের চেষ্টায় গ্রেফতার ভাই
তাঁর বিরুদ্ধে আবাসনের বাসিন্দারাই অভিযোগ তোলেন৷ খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়৷ পুলিশ এসে মদের বোতলগুলি বাজেয়াপ্ত করে৷ অভিযোগ, লকডাউন শুরুর পর থেকে প্রতিদিনই আবাসনের সামনে দাঁড়িয়ে মদ বিক্রি করে যাচ্ছিলেন আবাসনের এক বাসিন্দা৷ বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি বিক্রি বন্ধ করেননি বলে অভিযোগ৷ আবাসনের অন্য বাসিন্দারা জানান , সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে অনেকেই এখানে এসে জড়ো হয় এবং মদ কিনে নিয়ে যায়৷ ফলে ক্রমশ বাড়ছিল সংক্রমণের আশঙ্কা। শেষে প্রতিবাদ করেন তাঁরা। বচসায় জড়িয়ে পড়েন বিক্রেতার সঙ্গে। রায়গঞ্জ থানায় ফোন করে ঘটনাটি জানানো হয়। পরে পুলিশ এসে সমস্ত মদ বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ায় বিক্ষোভ থামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584