নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সমাজে ট্রান্সজেন্ডারদের অবস্থান এবং আত্মহত্যাকে রসদ করে রণদীপ সরকারের পরিচালনায় আসছে স্বল্পদৈর্ঘের ছবি ‘আদালান্তে’। ‘Adelante’ আদতে একটি স্প্যানিশ শব্দ৷ এর আক্ষরিক অর্থ হল, ‘এগিয়ে চলা’। রণদীপ সরকার ও পুষ্কর ক্রিয়েশনের প্রযোজনায় আসছে ভিন্নধর্মী এই শর্টফিল্ম।
বিভিন্ন চরিত্রে রয়েছেন সুজি ভৌমিক, অভিনন্দন সরকার ও সায়ন্তনী গুহঠাকুরতা। এলজিবিটি কমিউনিটির সদস্য ও ট্রান্সজেন্ডার সুজি যেন এই ছবিতেও তাঁর ব্যক্তিগত জীবনের গল্পই বলছেন৷ তিনি তাঁর এলজিবিটি সমাজের চালচিত্র মেলে ধরবেন এই ছবিতে৷
আরও পড়ুনঃ ইরোজ নাউ-প্ল্যাটফর্মে ‘বরফ’-এর জমজমাট ট্রেলার
প্রসঙ্গত, ছবির পরিচালক রণদীপ নিজেও একজন এই সম্প্রদায়েরই সদস্য৷ ফলে, ছবির বিষয়বস্তু, ভাবনা তাঁর নিজের কাছে বেশ স্বচ্ছ। ফলে, তাঁর বক্তব্য প্রকাশের ভিতও বেশ পোক্ত হবে তা বলাই বাহুল্য।এই গল্পে সুজির চরিত্র হল, সে আত্মহত্যাপ্রবণ, অভিমানী, অফুরান আত্মসম্মানবোধসম্পন্ন এক মানুষ। এহেন এক মানুষের জীবনতরণী কোনদিকে বয়ে চলে সেটাই দেখার।
একটু অন্য ইমেজে ধরা দেবেন অভিনন্দন। তাঁর কথায়, এই প্রথম এমন একটা ছবিতে কাজ করছি। প্রথমে ভেবেছিলাম ট্রান্সদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছি পরিবার, বান্ধবীরা কী ভাবে নেবেন ব্যাপারটা। কিন্তু সত্যিই সমর্থন পেয়েছি। একজন এগিয়ে না এলে বাকিরাও এগিয়ে আসবে না ওদের নিয়ে গল্প বলা হলে।
আরও পড়ুনঃ ‘সা রে গা মা পা’ বিজেতাকে ঘিরে বিতর্ক তুঙ্গে
আমরা আধুনিকতার জয়গান গাই। সত্যিই কি আমরা আধুনিক? মন কি আমাদের সত্যিই উন্নত? নিজেদের বাড়িতেও কেউ ট্রান্স থাকলে তাকেও আমরা পাঁচ কথা শোনাতে ছাড়ি না। এহেন মানসিকতা থেকে আমাদের বেরনো দরকার।
এগিয়ে যেতে হবে ভ্রান্ত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে। তারই প্রতিফলন এই ছবিতে। সম্প্রতি হাজির হয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলারেই বাজিমাত করেছেন প্রত্যেকে। খুব শীঘ্রই দর্শকের কাছে আসবে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584