হিং দিয়ে কী রাঁধবে মানালি-অপরাজিতা?

0
598

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

প্রাক্তন-এ দেখা হয় দুজনের। ট্রেনের সহযাত্রী হিসেবে। এবার বেশ অনেক বছর পর দুজনের দেখা হবে ‘হিং’-এ৷ হ্যাঁ, হিং। উইন্ডোজ নিবেদিত ‘লকডাউন শর্টস’-এর প্রথম শর্ট ফিল্ম ‘হিং’৷ এখানেই দেখা হবে মানালি মনীষা দে এবং অপরাজিতা আঢ্যর। কিন্তু কী ভাবে, সেটাই চমক। পোস্টারে দুজনকেই ফোন হাতে দেখা যাচ্ছে। মা-মেয়ের চরিত্র নাকি অন্য কোনও সম্পর্ক তাদের। খোলসা করেনি উইন্ডোজ। জানার জন্য তাই অপেক্ষাই সম্বল।

Hing | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তবে, অপেক্ষা বেশিদিনের নয়। কয়েকঘণ্টার মাত্র। ১৬ এপ্রিল উইন্ডোজের অফিশিয়াল পেজ-এ ঠিক বিকেল ৫ টায় মুক্তি পাবে এই শর্ট ফিল্ম। মানালি এবং অপরাজিতা দুজনকেই খুব সাদামাটা লুকে দেখা যাচ্ছে পোস্টারে। লকডাউন সফরে দুজনেই নিজেদের বাড়ি থেকে করেছেন শুট। তারই ফসল ‘হিং’। গল্প লিখেছেন জিনিয়া সেন। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নির্মিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’

লকডাউনে সবাই আমরা ঘরবন্দি। বন্ধ সিনেমা হল৷ ছুটির মরশুমে ঘর থেকে বেরিয়ে বিনোদন খোঁজার আনন্দেও পড়েছে তালা। তাই উইন্ডোজ মানুষের মনে বিনোদনের তুফান তুলতে নিয়ে হাজির ‘লকডাউন শর্টস’। আর তারই পয়লা নিবেদন ‘হিং’। ছবির নাম হিং কেন? জানতে হলে ১৬ এপ্রিল ঠিক বিকেল ৫টায় হানা দিন উইন্ডোজের অফিশিয়াল পেজ-এ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here