নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২৬তম ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘শর্ট অ্যান্ড ডকুমেন্টরি প্যানোরমা’ সেকশনে দেখানো হবে ঋদ্ধি সেন পরিচালিত স্বল্প দৈর্ঘের ছবি ‘কোল্ডফায়ার’। কোনও প্রতিযোগিতামূলক বিভাগ এটি নয়। নবারুন ভট্টাচার্যের ছোটগল্প ‘কোল্ডফায়ার’ অবলম্বনে এই ছবি।
গল্পের মুখ্য চরিত্র কে.পি. সরকার, রিয়েল এস্টেট ব্যবসার নাম করা পুঁজিপতি। জি.বি. নামক এক সেলস্ ম্যান একটি অদ্ভুত, রহস্যময় যন্ত্র বিক্রি করতে আসে তার কাছে। সে বলে, এই যন্ত্রের দ্বারা সমাজের উঁচু তলার মানুষ তাদের শেষকৃত্ত্বেও অসামান্য থাকতে পারবে। তারপর কী হল সেটাই দেখার।
আরও পড়ুনঃ নির্মাণের পথে অনিন্দ্য ব্যানার্জির তৃতীয় অ্যান্টি লজিক ছবি ‘কভেট লেটার’
ছবিতে বিভিন্ন চরিত্রে রয়েছেন কৌশিক সেন, সোমক ঘোষ, রেশমি সেন (অতিথি)। ‘ক্যালেডিস্কোপ প্রোডাকশন’-এর ব্যানারে সমীরণ দাসের প্রযোজনায়, সুজাতা দাসের সহ প্রযোজনায় এই ছবির চিত্রনাট্য লিখেছেন অনিরুদ্ধ দাশগুপ্ত এবং ঋদ্ধি সেন। ডি ও পি তিয়াস সেন। সম্পাদনায় সুমিত চৌধুরী। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ ব্যানার্জি। সাউন্ড ডিজাইন করেছেন অনিন্দিত রায়, অদীপ সিং মনকি। ভি এফ এক্স করেছেন ধি মজুমদার। কালারিস্ট পি ভি মণিকুমার।
আরও পড়ুনঃ ‘ইফি’র ‘বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর সেকসন’-এ বাংলার অন্যতম প্রতিযোগী অরিত্র মুখার্জি
প্রোডাকশন ডিজাইন করেছেন ঋদ্ধি বসাক, রাজর্ষি নাগ, সুরঙ্গণা ব্যানার্জি, ঋদ্ধি সেন। কস্টিউম ডিজাইন করেছেন সুরঙ্গণা ব্যানার্জি। ছবির সহ পরিচালক ঋতব্রত মুখার্জি।
১১ জানুয়ারি শিশির মঞ্চের পাশে কলকাতা তথ্যকেন্দ্র মঞ্চে দেখানো হবে এই ছবি। সময় সকাল ১১ঃ১৫ মিনিট। এ ছাড়াও ১৫ জানুয়ারি শিশির মঞ্চে সকাল ১১ঃ১৫ মিনিটে দেখানো হবে ‘কোল্ডফায়ার’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584