নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ অবলম্বনে শর্ট ফিল্ম ‘মৃণ্ময়ী’ আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। একটি প্রেমগাঁথা হতে চলেছে ‘মৃণ্ময়ী’।
ধারাবাহিক ‘ত্রিনয়নী’ খ্যাত শ্রুতি দাস রয়েছেন মৃণ্ময়ীর চরিত্রে। শ্রুতির সাজগোজে রয়েছে ঠাকুর বাড়ির আঁচ।
সম্প্রতি সামনে এসেছে ছবির ট্রেলার। তাতেই বাজিমাত করেছেন শ্রুতি। বলতে দ্বিধা নেই, এক্সপ্রেশন পরিচয় হয়ে উঠেছে তাঁর।
সাবলীল অভিনয়, দৃঢ় বাচনভঙ্গি তাঁকে সমৃদ্ধ করে তুলেছে অভিনেত্রী হিসেবে। অন্যান্য চরিত্রে রয়েছেন পলাশ মণ্ডল, শ্রাবন্তী মালাকার। গান গেয়েছেন নীল চট্টোপাধ্যায়। চিত্রনাট্য এবং সম্পাদনায় স্বর্ণেন্দু সমাদ্দার।
আরও পড়ুনঃ ‘যুদ্ধ’ দীর্ঘজীবী হোক
মেলোড্রামা কলকাতার প্রযোজনায়, স্বর্ণ ক্রিয়েশন্স-এর সহযোগিতায় আসছে এই ছবি। প্রাকৃতিক অবক্ষয়ের কারণে ছবিটি আসতে বিলম্ব হচ্ছে। তবে খুব শীঘ্রই ‘মেলোড্রামা কলকাতা’র ইউটিউব প্ল্যাটফর্মে আসবে ‘মৃণ্ময়ী’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584