শ্রাবনী মেলার সূচনা পাঁশকুড়ায়

0
104

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ।তাই সারা বছরই একের পর এক উৎসবকে ঘিরে সারা বছরই আনন্দের সঙ্গে মেতে থাকে সব ধর্মের মানুষ।

shravani mela start | newsfront.co
নিজস্ব চিত্র

তাই বাংলার শ্রাবণ মাসে জল ঢালার উৎসবকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় মেলার আয়োজন করে এলাকার মানুষ।

shravani mela start | newsfront.co
নিজস্ব চিত্র

যেহেতু বাংলা মাসের শ্রাবণ মাসে এই মেলার আয়োজন করা হয় তাই এই মেলার নামকরণ করা হয়েছে “শ্রাবণী” মেলা।যার শুভ উদ্বোধন ছিল শুক্রবারে।

আরও পড়ুনঃ লােকসংস্কৃতি পর্যটন উৎসবের শ্রাবনী মেলার উদ্বোধন ঝাড়গ্রামে

 

awareness campaign | newsfront.co
সচেতনতা প্রচার।নিজস্ব চিত্র

সকাল থেকেই পদযাত্রার মাধ্যমে এই মেলার শুভ সূচনা করা হয়,এই পদযাত্রায় পৃথিবীর ভারসাম্যতা দিকটার লক্ষ্য রেখে জল অপচয় বন্ধ করতে ও গাছ লাগানোর সচেতনতা করা হয় এলাকাবাসীর মধ্যে।

সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করা হয়।এই শ্রাবণী মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র সহ মেলা কমিটির অন্যান্য বিশিষ্ট বর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here