ছোটবেলার ছবি পোস্ট করে ভাইকে রাখিবন্ধনের শুভেচ্ছা শ্রেয়ার

0
252

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আজ রাখিবন্ধন উৎসব। এদিন দেশের প্রতিটা ঘরে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোনরা। ভাই বোনের সম্পর্ক বেঁধে রাখে এই একটি সুতো। এদিকে বোনকে সারা জীবন রক্ষা করার দায়িত্ব নেয় ভাই। তাই আজ, রবিবার রাখিবন্ধন উৎসবে মেতে উঠেছে আট থেকে আশি সকলেই। বাদ যায়নি সেলেব মহলও।

Shreya Ghoshal with her brother
ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যাচ্ছে ভাই বোনের মিষ্টি মহূর্তের ছবি এবং ভিডিও। কেউ পরাচ্ছেন রাখি, কেউ বা মিষ্টি খাওয়াচ্ছেন আবার কেউ দূর থেকেই আশীর্বাদ করছেন বোনকে। সকাল থেকে এধরণের ছবিই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এমনই কিছু মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল-কে।

রাখি উপলক্ষে ভাইয়ের সঙ্গে তোলা ছোটবেলার দুটি ছবি পোস্ট করেন তিনি। এবং ভাইকে শুভেচ্ছাও জানান এই সেলেব দিদি। শ্রেয়া ঘোষালের পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট ভাইকে নিয়ে জিন্স, টি-শার্ট পড়ে দাঁড়িয়ে রয়েছেন শ্রেয়া। আর একটি ছবিতে দেখা যাচ্ছে প্রিয় ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন কিশোরী শ্রেয়া। আর একটি ছবিতে দেখা যাচ্ছে বর্তমান শ্রেয়া ও তাঁর ভাইকে। ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করে গানের রানী শ্রেয়া ঘোষাল লিখেছেন, “শুভ রাখি বন্ধন আমার ছোট্ট ভাই। আমার সান সাইন আমার হার্ট। খুব ভাল থেকো।” ছবিগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ বছরে ৭৫ কণ্ঠে শোনা গেল ‘জন গণ মন’

প্রসঙ্গত, কণ্ঠের জাদুতে গোটা বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন বঙ্গ তনয়া শ্রেয়া ঘোষাল। তার সুমধুর কণ্ঠে মোহিত দেশবাসী। শুধু বলিউডেই নয়, বাংলাতেও তাঁর জুড়ি মেলা ভার। সঙ্গীতশিল্পী হিসাবে শ্রেয়ার যাত্রাপথ শুরু হয়েছিল একটি রিয়্যালিটি শোয়ের মধ্যে দিয়ে। তারপর তাবড় তাবড় সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন এই পরম সুন্দরী।যে কোনো ধরণের গানে সুর মেলাতে সক্ষম এই শিল্পী শ্রেয়া ঘোষাল। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। তাই আপাতত মাতৃত্বকে চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত শ্রেয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here