কালিয়াগঞ্জে বিজয় সমাবেশে প্রতিশ্রুতি রক্ষার কথা দিলেন শুভেন্দু

0
33

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

জিতলেন দলের প্রার্থী। বিধায়ক হলেন তপন দেব সিংহ। আর জনতা জনার্দন ও গণদেবতাকে কৃতজ্ঞতা ও সম্মান জানালেন রাজ্যে পরিবহন, সেচ ও জল সম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজস্ব চিত্র

আজ দুপুরে মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী কালিয়াগঞ্জ শহরে ঢোকামাত্রই এলাকায় জনতার স্রোতে ভেসে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন মঞ্চে উঠতেই মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়লেন। উপস্থিত গণদেবতাকে সাক্ষী রেখে নতুন বিধায়ক তপন দেব সিংহকে পরামর্শ দিলেন আমিত্ব থেকে বেরিয়ে সবাইকে নিয়ে কাজ করতে। বললেন, ভাবতে হবে আমি আমি করিও না। আমরা করতে হবে। উই উই করতে হবে। নতুন বিধায়ক তপন দেব সিংহকে পাশে ডেকে বললেন, আগামী দিনে তপন দেব সিংহকে সবাইকে নিয়ে চলতে হবে। আমরা নীতিতে চলতে হবে। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি নিজেই মনে করিয়ে দিলেন মন্ত্রী। বললেন, প্রতি মাসে তিনি একবার করে আসবেন। জনগণের কথা শুনবেন। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করব।কালিয়াগঞ্জ শহরকে মডেল শহর তৈরি করা হবে তপন দেব সিংয়ের হাত ধরে। কালিয়াগঞ্জ শহরের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু বাবু বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন।

নিজস্ব চিত্র

এই প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ। কালিয়াগঞ্জের জয় গোটা পশ্চিমবঙ্গ, সর্বভারতীয় রাজনীতিতে একটা নতুন মাত্রা তৈরি করেছে।কালিয়াগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতা প্রার্থনা করেন মন্ত্রী শুভেন্দু অধিকারি।

নিজস্ব চিত্র

তার আবেদন, উন্নয়নের কাজে পুরসভা, দল ও সরকারের পাশে থাকুন। সাহায্য করুন। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পাশাপাশি কালিয়াগঞ্জ শহরে সৌজন্যের রাজনীতির ঐতিহ্য বজায় রাখারও কথা বললেন মন্ত্রী।নিজেদের দলকেই দায়িত্ব দেন যাতে বিরোধীদের কার্যালয় কোন আচর না পরে তার নজর রাখতে। আর নতুন বিধায়ক তপন দেব সিংহ বলেছেন, কালিয়াগঞ্জ এর বেটা খোকন হিসেবে কাজ করব। উন্নয়ন ও জনসেবায় কোন রাজনীতি দেখবো না।

নিজস্ব চিত্র

এদিন সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী,তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য, করণ দীঘির বিধায়ক মনদেব সিনহা ,রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস, তৃণমূলের যুব সভাপতি গৌতম পাল , তৃণমূল নেতা তিলক চৌধুরী, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার সহ কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র পাল সহ আরো অনেকে।এদিন সভা অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে। এদিনের সভাকে ঘিরে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here