সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
কেন্দ্রের শ্রমিক নীতির বিরোধিতা করে আজ থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টা সাধারণ ধর্মঘট পালন করছে একাধিক শ্রমিক সংগঠন।দেশের ক্রমবর্ধমান আর্থিক সংকট,বেকারত্বসহ একাধিক দাবিতে শ্রমিক সংগঠনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের প্রভাব পরল দক্ষিন ২৪ পরগনা জেলায়।অন্যান্য দিনের তুলনায় জাতীয় সড়ক ও রাজ্য সড়কে যান চলাচল কম।শিয়ালদহ ডায়মন্ডহারবার, শিয়ালদহ নামখানা,কাকদ্বীপ শাখার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।সরকারি বাস দেখা গেলেও বেসরকারী বাস হাতে গোনা কয়েকটি মাত্র। ফেরী চলাচল সকাল থেকে বেশ কিছু জায়গাতে বন্ধ রয়েছে। জনজীবন স্বাভাবিক নয়।অপ্রীতিকর কোন ঘটনার খবর এখনও পর্যন্ত নেই।আংশিক প্রভাব দক্ষিন ২৪ পরগণার বিষ্ণুপুর, নোদাখালি,বজবজ ও মহেশতলা।জনজীবন স্বাভাবিক।নিত্যদিনের তুলনায় সকাল থেকে কলকারখানা থেকে শুরু করে দোকানপাট ও বাজারে কিছুটা স্তব্ধতা।একই অবস্থা বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় কম চলছে।
আরও পড়ুন: সরকারী ভাবে ধান কেনা শুরু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584