নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার ভোরে মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া থানার লংকা পাড়ার পাগলি এলাকায় মৃত্যু হল দুই যুবকেব।মৃতের নাম নিরঞ্জন ছেত্রী ও জ্যেঠা রাই।দুজনেরই বয়স অনুমানিক ৩০ বছরের কাছাকাছি।মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।সূত্রের খবরর, আজ ভোর থেকেই এলাকায় কয়েকজন যুবকের মধ্যে বিবাদ হয়।বিবাদের পর গুলি বিনিময়ও হয় তাদের মধ্যে।সম্ভবত তোলাবাজি ও এলাকা দখল নিয়েই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। তবে গুলি বিনিময় হয়েছে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ।তবে একাধিক সূত্রে খবর গুলিবিদ্ধ হয়েছে দুই যুবক।এছাড়াও তাদের দেহে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছে।ঘটনার পর এলাকায় রয়েছে থমথমে পরিস্থিতিতে। এলাকায় পুলিশ মোতায়ে রয়েছে। জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস বলেন, পুলিশ ‘তদন্ত শুরু করেছে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।তবে পুলিশের ভুমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584