নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ওপার বাংলার সংগীতশিল্পী স্বপ্নীল সজীব সারা বিশ্ব জুড়ে বাংলা গানের প্রতিনিধিত্ব করে চলেছেন আজ বেশ কয়েক বছর ধরে। তারই ধারাবাহিকতার ডানা এবার মেলতে চলেছে উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে। সেখানে গাইবেন তিনি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২,৩,৪ জুলাই- এই তিনদিন ব্যাপী।
এনএবিসি (NABC) একটি সাংস্কৃতিক, সংগীত ও মানবিক সম্মেলন, যা বিশ্বব্যাপী মানুষকে সংযুক্ত করে। এই আয়োজন থেকে সংগৃহীত সঞ্চয়গুলি ভারত ও বাংলাদেশের বিভিন্ন কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতাকারী সংস্থাগুলিতে দান করা হবে।
এবারের বার্ষিক আয়োজনটি ব্যতিক্রমী চাক্ষুষ বাস্তবতার অভিজ্ঞতায় উন্নীত করার জন্য ডিজাইন করা হয়েছে।
শিল্পী স্বপ্নীল বলেন- “এনএবিসির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য এক বিশাল গর্বের বিষয়। আমি আমার পরিবেশনার নাম দিয়েছি ‘এথোস অব বেঙ্গল’, যেখানে আমার সঙ্গে বাংলাদেশের অন্যান্য বিশিষ্ট শিল্পীরাও উপস্থিত থাকবেন। ‘মিস ওয়ার্ল্ড, বাংলাদেশ’ মিয়াম খুলদ হুসেন একটি বিশেষ উপস্থাপনায় অংশ নেবেন। আত্মার সঙ্গে পরমাত্মার যোগ দেখাতে মনের মানুষ ও প্রাণের মানুষের গানে থাকবেন বিশিষ্ট শিল্পী বাউল সফি মন্ডল।
অনুপ্রেরণার ও অনুরণনের গানে থাকছেন সংগীতশিল্পী তামান্না প্রমি। সর্বশেষ একুশের গানের মাধ্যমে ভাষা আন্দোলন সংগ্রামকে গানচিত্রে তুলে ধরতে যোগ দিয়েছেন আমার সংগীত বন্ধু কর্ণিয়া, প্রতীক, নাদিয়া ডোরা এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক। এই বছর অনেক শিল্পী বিশ্ব বঙ্গ সম্মেলনে গান গাইবেন যেমন অমিত কুমার, উষা উত্থপ, পার্বতী বাউল, শ্রীকান্ত আচার্য, রাঘব, শুভমিতা, অন্বেষা প্রমুখ।”
আরও পড়ুনঃ ক্লিক এ শুরু ‘অন্তর্দ্বন্দ্ব’
উল্লেখ্য, স্বপ্নীল সজীবের মার্জিত এবং মনোমুগ্ধকর উপস্থাপনা, গানে তাঁর অনন্য সংবেদনশীলতা তাঁকে সবার থেকে আলাদা করে। তাঁর সঙ্গীত সফরে দুটি জাতীয় স্বর্ণ পদক, ‘বাবিসাস অ্যাওয়ার্ড’, ‘সাকো অ্যাওয়ার্ডস’, জনপ্রিয় গায়কের জন্য ‘ইউকে এসই ফাউন্ডেশন’, ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড, দুবাই’ সহ রয়েছে ‘অনন্য সেরা বাঙালি’ পদক।
আরও পড়ুনঃ ঋতাভরী অভিনীত ছবি ‘ব্রোকেন ফ্রেমস’-এর ভূয়সী প্রশংসা করলেন হৃত্বিক রোশন
প্রসঙ্গত, স্বপ্নীল সংগীত পরিবেশন করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইটালি, দুবাই, পোল্যান্ড, পর্তুগাল, গ্রীস মরোক্কো, ব্রুনেই, মালয়েশিয়া, ভারত এবং নেপালে। তিনি একটি দাতা ফাউন্ডেশন পরিচালনা করেন যেখানে বস্তিবাসী শিশু ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের গান শেখানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584