নিজামুদ্দিন সেখ ও আমিনুল হক, নিউজফ্রন্ট্
চাকরী বাকরীহীন হতাশ কিছু বেকার যুবক একরাতে সিদ্ধান্ত নেয় তারা বড় শ্যামা মায়ের পুজো করবেন। সেই সিদ্ধান্ত মতো তিনকড়ি ঘোষ ও তাঁর বন্ধুরা সাঁইত্রিশ ফুট কালী প্রতিমা তৈরী করে পুজো শুরু করেন। পরবর্তীতে সেই যুবকবৃন্দ বিভিন্ন সরকারী দপ্তরে নিয়োগপত্র পান। তখন থেকেই যুবশক্তির পরিচালিত শ্যামাপূজা একই রূপে পূজিত হয়ে আসছেন।
মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা রেলবাজারের এই ঐতিহ্যবাহী শ্যামাপূজা এবার সুর্বণজয়ন্তীর পথে।বর্তমানে এই পুজোর মূল উদ্যোক্তা অরিন্দম মজুমদার। যুবশক্তির পরিচালিত এই পুজো প্রতি বছর একই রূপে পূজিত হয়।বেলডাঙ্গা ও তার পার্শ্ববর্তী এলাকার সবচেয়েজনপ্রিয় এই পুজো। উদ্যোক্তারা জানান যে, প্রতিমার দৈর্ঘ্য ও উচ্চতা এই পুজোর জনপ্রিয়তার অন্যতম কারণ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584