নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কলকাতা হাইকোর্টের পরামর্শ মেনে SSC-র চেয়ারম্যান পদ থেকে অপসারিত শুভঙ্কর সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে নতুন চেয়ারম্যান নিয়োগ করার কথা জানিয়েছে বিকাশ ভবন। SSC-র নতুন চেয়ারম্যান হলেন সিটি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সিদ্ধার্থ মজুমদার।
সোমবারই হাইকোর্ট শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে SSC-র চেয়ারম্যান পদ শুভঙ্কর সরকারকে অপসারণের পরামর্শ দেয় রাজ্য সরকারকে। এর পাশাপাশি নিয়োগে ত্রুটি এবং অযোগ্যতার অভিযোগের কারণে শুভঙ্কর সরকারকে কুড়ি হাজার টাকা জরিমানাও করে হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে মামলাকারী সুমনা লায়েক-কে চেক মারফত এই টাকা দিতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নবম ও দশম শ্রেণির সহশিক্ষক নিয়োগের পরীক্ষায় সুমনা লায়েকের র্যাঙ্ক পিছনের দিকে থাকায় তাঁকে ডাকা হয়নি বলে অভিযোগ ওঠে। পরে তিনি জানতে পারেন তাঁর থেকেও পিছনে র্যাঙ্ক এমন প্রার্থীকে ডাকা হয়েছে, এরপরেই হাইকোর্টে মামলা করেন সুমনা।
আরও পড়ুনঃ “নির্দেশ কার?” মুখ্য সচিব ও ডিজি-র কাছে কৈফিয়ত তলব রাজ্যপাল জগদীপ ধনখড়ের
মামলার শুনানিতে আদালতে হলফনামা দিয়ে তৎকালীন এসএসসি চেয়ারম্যান জানিয়েছিলেন, ওই ছাত্রীকে নির্দিষ্ট দিনে কাউন্সিলিংয়ের জন্য মোবাইলে এসএমএস করে ডাকা হয়েছিল। এরপরেই বিরক্ত বিচারপতি চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে সরিয়ে দেবার পরামর্শ দেন রাজ্যকে। এরপরই মঙ্গলবার নতুন বিজ্ঞপ্তি জারি করে SSC-র নতুন চেয়ারম্যান হিসাবে সিদ্ধার্থ মজুমদারের নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ ১৫ মার্চ, ২০২২ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ালো কেন্দ্র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584