মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। এদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিগ বস জয়ী সিদ্ধার্থ। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে কুপার হাসপাতাল। সিদ্ধার্থ শুক্লার প্রয়াণে শোকের ছায়া বলিউডে।

হাসপাতাল সূত্রে যা জানা গিয়েছে, গতকাল বুধবার রাতে রোজকার মতো ওষুধ খেয়ে ঘুমাতে যান অভিনেতা। সকালে আর তাঁর ঘুম ভাঙেনি। রাতেই ঘুমের মধ্যে অভিনেতা হৃদরোগ আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর দেহের ময়নাতদন্ত চলছে কুপার হাসপাতালে। হাসপাতালে তরফে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
সিদ্ধার্থের মৃত্যু সংবাদ টুইট করেছেন গায়ক আরমান মালিক। তিনি লেখেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না এই খবরটা। এটা সত্যি সিদ্ধার্থ আর নেই! না, এটা হতে পারে না।’
It is true. But I still can’t believe he is no more. Gone too soon… my sincere prayers and condolences to his family, loved ones and his fans. may his soul rest in peace. pic.twitter.com/Dp9dXCjlp8
— ARMAAN MALIK (@ArmaanMalik22) September 2, 2021
আরও এক জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য টুইটে লেখেন, ‘কেমন অসাড় হয়ে গেলাম। কেন সিড? এত তাড়াতাড়ি কেন! তোমার আত্মা যেন শান্তি পায় আমার বন্ধু।’
I am just Numb..Why Sid?Too soon…May your soul rest in peace my friend. 🙏🏻🙏🏻 #SiddharthShukla
— Devoleena Bhattacharjee (@Devoleena_23) September 2, 2021
অভিনেত্রী টিসকা চোপড়া লেখেন, ‘অসাড় হয়ে গেলাম। সিদ্ধার্থ আমার পড়শি ছিল… মাঝে মাঝে একসঙ্গে হাঁটতেও যেতাম। RIP। প্রার্থনা করি আন্টি ও তোমার বন্ধুরা এই ধাক্কা যেন সামলে উঠতে পারেন।’
Numb.. Siddharth, neighbour and occasional walking buddy .. #SiddharthShukla RIP .. hope aunty and friends have the strength to bear your immense loss 💔💔💔 https://t.co/FaBmJjU75e
— Tisca Chopra (@tiscatime) September 2, 2021
টুইটে শোকপ্রকাশ করেছেন সলমান খান, রীতেশ দেশমুখ, ফারাহ খান, নেহা ধুপিয়া থেকে শুরু করে সকলেই। সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।
This is just such sad and shocking news and so difficult to process …. My heartfelt condolences to the family … #SidharthShukla #gonewaytoosoon 💔 pic.twitter.com/1btOlX7hKJ
— Neha Dhupia (@NehaDhupia) September 2, 2021
Shocked beyond words!! Gone toooooo soon…. Condolences to his family, loved ones. – He was loved by millions. #SiddharthShukla you will be missed – rest in peace brother. Om Shanti 🙏🏽 https://t.co/gvttNVDHxh
— Riteish Deshmukh (@Riteishd) September 2, 2021
১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম হয় সিদ্ধার্থ শুক্লার। বাড়িতে মা ও বোন রয়েছেন। মডেলিংয়ের মাধ্যমেই সিদ্ধার্থের কেরিয়ার শুরু। তারপর ২০০৮ সালে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘বাবুল কা অঙ্গণ ছুটে না’তেই প্রথম তাঁকে অভিনয় করতে দেখা গেছিল। এরপর ‘জানে পহেচান সে ইয়ে আজনবি’, ‘লাভ ইউ জিন্দেগি’, ‘সিআইডি’, ‘দিল সে দিল তাক’-এর মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে সিদ্ধার্থ শুক্লাকে। জনপ্রিয় হিন্দি ধারবাহিক ‘বালিক বধূ’ তাঁকে সাফল্য এনে দেয়। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল সিদ্ধার্থকে।
আরও পড়ুনঃ টিকার দুটি ডোজের পরেও করোনা আক্রান্ত ফারাহ খান
‘বিগ বস ১৩’ এবং ‘খাতরোঁ কে খিলাড়ি ৭’-র মতো রিয়ালিটি শো-তে প্রথম স্থান অর্জন করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। জনপ্রিয় রিয়ালিটি শো ‘ঝলক দিখলা জা ৬’-এও সিদ্ধার্থকে অংশ নিতে দেখা গেছিল। এখানেই শেষ নয়, বড়পর্দাতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান অভিনীত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমাটিতে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন সিদ্ধার্থ। এছাড়াও, ‘ভুলা দুঙ্গা’, ‘শোনা শোনা’র মতো মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা যায়। জনপ্রিয় হিন্দি রিয়ালিটি শো ‘ডান্স দিওয়ানে ৩’ এবং বিগ বস ওটিটি-তে বিশেষ অতিথি হতে যেতে শেষ দেখা গেছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে।
আজ, বৃহস্পতিবার অভিনেতার অকাল প্রয়াণে শোকাহত তাঁর অনুরাগীরা। টুইটে উপচে পড়ছে শোকবার্তা। সিদ্ধার্থ শুক্লার পরিবারে নেমে এল শোকের ছায়া। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউডও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584