মানবিক মুখ রামপুরহাট শহরে

0
85

পিয়ালী দাস,বীরভূমঃ
এক মানবিক মুখের ছবি ধরা পড়লো বীরভূমের রামপুরহাটে।তখন ঠিক ঘড়িতে রাত ১০টা। ঠান্ডাও বেশ পরেছে।তাই শহর শুনশান হয়ে পরেছে। রাস্তায় গুটি কয়েক মানুষের পদ ধ্বনি শোনা যাচ্ছে।কেউ আবার ঠান্ডা একটু বেশি পড়ায় বাড়ি ফিরতির পথে গরম চায়ে একটু চুমুক দিয়ে নিচ্ছে। এমনি চায়ে চুমুক দিতে গিয়ে চোখে পড়ল একটা দোকানের পাশে কেউ যেন ঠান্ডায় থর থর করে কাঁপছে।রামপুরহাটের পাঁচ মাথা মোড়ে একটি চায়ের দোকানে কয়েক জন তখন চা খাচ্ছিলেন তারা একজনকে ঠান্ডায় কাঁপতে দেখে এগিয়ে আসেন। দেখে এক বিকলাঙ্গ যুবক এই ঠান্ডায় বসে কাঁপছে।যার নেই দুটি পা।মুখে ভালো করেও কথা বলতে পারে না সে।পার্থ বাবু ও তার সঙ্গিদের কোথাও যেন বিবেকে ধাক্কা দেয় এই অসহায় মানুষটিকে দেখে।তারা এগিয়ে এসে ওই যুবকের খাবারের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি দোকান থেকে কম্বল কিনে এনে তার ঠান্ডা নিবারণের ব্যবস্থা করে।

বিকলাঙ্গ অসহায় যুবককে বাড়ি ফেরানোর কাজে স্বহৃদয় ব্যক্তিরা। নিজস্ব চিত্র

এরপরও তারা থেমে যাননি।ওই যুবকের কাছে থেকে তার গ্রামের নামটি জানতে পারে পার্থ বাবুরা।তাই এই শীতে বিকলাঙ্গ মানুষটি খোলা আকাশের নীচে পড়ে থাকবে।পকেট থেকে টাকা খরচা করে একটি অটো ভাড়া করে সেই অসহায় মানুষটিকে বাড়ি পৌছানোর ব্যবস্থা করেন।জানা যায় এই বিকলাঙ্গ মানুষ টির বাড়ি রামপুরহাট থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে বলরামপুর গ্রামে। পেটের ক্ষুদা মেটানোর জন্য রোজ রামপুরহাট শহরে আসে ভিক্ষাবৃত্তির জন্য।সকালে তার বাড়ির লোক তাকে রামপুরহাট
শহরে ছেড়ে দিয়ে যান।আবার দিনের শেষে বাড়ির লোক এসে তাকে নিয়ে যান।সারাদিন ভিক্ষাবৃত্তি করে যে দু-পয়সা রোজগার হয় তা দিয়েই পরিবারের মুখে দু-মুঠো অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করে।রোজ এই ভাবেই চলত তার। আজ সেই মতো সকালে তার বাড়ির লোক তাকে রামপুরহাটে ছেড়ে দিয়ে গেলেও আর কেউ নিতে আসেনি তাকে।তাই এই শীতের রাতে যত অন্ধকার নেমে এসেছে ততই তার যেন হ্রদপিন্ডের ওঠা নামার মাত্রাটা বেড়েছে। তাই সে কোন রকম একটি দোকানের ছাউনিতে আশ্রয় নেই।চায়ের দোকানে চা খেতে আসা কয়েকজন স্বহৃদয় মানুষের চোখে পড়তেই এই অসহায় মানুষটি শীতের ঠান্ডা থেকে রক্ষা পেয়ে বাড়ির দিকে রওনা দেয়।আমরা এর আগেও রামপুরহাট শহরে দেখেছি মানবিক মুখ।ফের আবার সেই মানবিক মুখ দেখা গেল রামপুরহাট শহরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here