বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মত্ত মালদার মহিলারা

0
296

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা,৩০সেপ্টেম্বর:

‘ওরে নবমী-নিশি,না হই ও রে অবসান’-নবমীর রাত্রির অবসানে দশমীর প্রভাতে কন্যা উমা পিতৃগৃহ হিমালয় ত্যাগ করে স্বামী গৃহ কৈলাস যাত্রা করবেন।তাই মা মেনকা নবমী-নিশিকে অবসিত না হওয়ার জন্য আকুল অনুরোধ করেছেন।কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী নবমী নিশির অবসানে আসে দশমী।বিজয়া দশমীর দিন মায়েরা ভারাক্রান্ত মনে উমাকে বিদায় জানিয়ে আগামী বছর আবার ফিরে আসার আহ্বান জানান।এদিন মালদার মহিলারা দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে সকলের মঙ্গল কামনা করেন।তারপর নিজেরা পরস্পর বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করে সিঁদুর খেলায় মেতে উঠেন।

সাধারণত বিবাহিতা মহিলাদের মধ্যেই এই সিঁদুর খেলা হয়।সমগ্র জেলা জুড়েই এদিন মায়ের কাছে মঙ্গল কামনা,সিঁদুর খেলা ও মিষ্টি মুখ করে আনন্দ উল্লাসে মত্ত হতে দেখা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here